# নিজস্ব প্রতিবেদক :-
এক বছরে ১২ লাখ টাকার বিল বকেয়া পড়ায় কিশোরগঞ্জ রেল স্টেশনের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল কম্পিউটার সিস্টেমসহ সকল কার্যক্রম। বন্ধ হয়ে গিয়েছিল টিকেট বিক্রি। তবে বিভাগীয় কর্মকর্তা এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপে চার ঘন্টা পর পুনরায় সংযোগ দেওয়া হয়। সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল ২৪ জুন সোমবার বিকাল তিনটার দিকে। পুনঃসংযোগ দেওয়া হয়েছিল এদিন সন্ধ্যা ৭টার দিকে।
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, রেলস্টেশনের বিদ্যুৎ বিল পরিশোধের দায়িত্ব স্টেশন কর্তৃপক্ষের নয়। এর জন্য রেলওয়ের আলাদা বিদ্যুৎ কর্তৃপক্ষ আছে। স্টেশনে বিলের কাগজ আসার পর সময়ে সময়ে রেলের বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তারাই বিল পরিশোধ করে। কিন্তু কোন কারণে এবার এক বছর বিল পরিশোধ না করায় পিডিবি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।
এদিকে জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানিয়েছেন, এক বছরে ১২ লাখ বকেয়া পড়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে রেল কর্তৃপক্ষ কিস্তিতে বকেয়া পরিশোধ করে দেবেন বলে জানিয়েছেন। এর পরই পুনরায় সংযোগ দেওয়া হয়েছে।