• সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ হোসেনপুরে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেপ্তার ৩ হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

কিশোরগঞ্জে ছাত্রলীগ সভাপতি ভাগনেসহ পর্নোগ্রাফির আসামি

কিশোরগঞ্জে ছাত্রলীগ
সভাপতি ভাগনেসহ
পর্নোগ্রাফির আসামি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন (৩০), তার ভাগনে নাজমুল হোসেন হীরা (২৮) ও সুমনের বড়ভাই মোশারফ হোসেন মোল্লা বাবুলের (৪৩) বিরুদ্ধে এক কলেজ ছাত্রী পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। হীরা ভয়ভীতি ও বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক মেলামেশা করে এসবের ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করে রেখেছিলেন। পরবর্তীতে বিয়েও করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক সম্পর্কের দৃশ্য ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকাও আদায় করেছেন। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দৃশ্য প্রকাশ করার কারণে ২৩ জুন রোববার কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে ছাত্রীটি পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। আদালত থেকে সদর থানাকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, মিঠামইনের কেওয়ারজোড় এলাকার মেয়েটি জেলা শহরের একটি কলেজে উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন। ছাত্রীটি ২০২২ সালে দক্ষিণ কোরিয়া প্রবাসী সাইফুল নামে এক যুবককে বিয়ে করেছিলেন। কিন্তু স্বামী মাদকাসক্ত হওয়ায় একমাসের মধ্যে তালাক দেন। এদিকে ছাত্রলীগ সভাপতি সুমনের ভাগনে হীরা কলেজে যাওয়া আসার পথে ছাত্রীটিকে পথরোধ করে প্রেম নিবেদন করতে থাকেন। এক পর্যায়ে মামা ছাত্রলীগের সভাপতি বলে হুমকি দিতে থাকেন। মেয়েটির পড়াশোনা বন্ধ করে দেবেন বলে হুমকি দেন।
অবশেষে ছাত্রীটি হীরার প্রেমে পড়ে যান। বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কও স্থাপন করেন। এসবের ভিডিও এবং স্থির চিত্র ধারণ করে রাখেন। অবশেষে ছাত্রীটি বিয়ের জন্য চাপ দিলে গতবছর ৮ জুন সিরাজ কাজীর কাছে নিবন্ধনের মাধ্যমে বিয়ে করলেও ছাত্রীকে কোন কাবিননামা দেননি। ছাত্রীটি খোঁজ নিয়ে জানতে পারেন হীরা বিবাহিত। প্রথম স্ত্রী সাথে কথা বলে জানতে পারেন, তাদের দুটি সন্তান হয়েছিল, মারা গেছে। হীরা তার বাসায় প্রায়ই বিভিন্ন মেয়েকে নিয়ে এসে শারীরিক মেলামেশা করতেন। এক পর্যায়ে ছাত্রীটি হীরাকে মৌখিক তালাক দিয়ে চলে যান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবার মেলামেশায় বাধ্য করা হয়। আবারও এসবের ভিডিও দৃশ্য ধারণ করা হয়।
ছাত্রীটি এসব ঘটনা ছাত্রলীগ সভাপতি সুমন ও তার বড়ভাই বাবুলকে জানালে তারাও উল্টো হুমকি দেন। সুমন ছাত্রীটিকে বলেন, তার ভাগনের সাথে বাড়াবাড়ি করলে কিশোরগঞ্জে থাকতে দেওয়া হবে না। স্বামী হীরা ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে দুই দফায় ৫ লাখ টাকা আদায় করে একটি মোটরসাইকেল কিনেন। ছাত্রলীগ সভাপতি সুমনও একাধিক দামি মোবাইল ফোন আদায় করেন। সুমনের বড়ভাই বাবুলও তিন লাখ টাকা আদায় করে মোটরসাইকেল কিনেছেন। এরপরও তারা এসব গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। ছাত্রীটি নিজেও সেটি দেখেছেন। এর পরই তিনি মামলা করেছেন বলে এজাহারে বলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে কথিত স্বামী নাজমুল হোসেন হীরাকে। দুই নম্বর আসামী আনোয়ার হোসেন মোল্লা সুমন, আর তিন নম্বর আসামি সুমনের বড়ভাই মোশারফ হোসেন মোল্লা বাবুল।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, ছাত্রীটি এ ঘটনায় সদর থানায় একাধিকবার মামলা করতে গেছেন। কিন্তু মামলা নেওয়া হয়নি। সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেছেন, তার কাছে এ ধরনের মামলা করতে কেউ যায়নি। তবে আজ আদালতে মামলা হয়েছে শুনেছেন। কিন্তু তিনি আদালত থেকে এ ব্যাপারে কোন আদেশ পাননি।
মামলার বিষয়ে কথা বলার জন্য জেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনকে ফোন করলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ভিডিও আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রকাশ করেছিল। গতবছর ভাগনে হীরা সাইবার ট্রাইবুনালে এ বিষয়ে একটি মামলা (মামলা নং ৪২৫) করেছিলেন। এতে স্ত্রীকে সাক্ষী করেছিলেন। আর আসামী করা হয়েছিল অজ্ঞাতদের। এ মামলার কপিও সুমন এ প্রতিনিধিকে দেখিয়েছেন। তিনি বলেন, এখনও হীরার সাথে স্ত্রীর তালাক হয়নি, তারা স্বামী-স্ত্রী। এখন অহেতুক হয়রানি করার জন্য মামলা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *