# নিজস্ব প্রতিবেদক :-
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। ২৩ জুন রোববার বিকালে দলের জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি সৈয়দ নজরুল কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএম আফজাল, সহ-সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল প্রমুখ। শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতৃবৃন্দ বক্তৃতা করেন। শোভাযাত্রায় বাদক দল এবং ঘোড়ার গাড়ি শোভা পায়। ছিল বিশালাকার জাতীয় ও দলীয় পতাকা।
দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিট থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি আওয়ামী লীগ কার্যালয় এলাকায় জড়ো হতে থাকেন। এসময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। নেতাকর্মিদের হাতে হাতে শোভা পায় রং বেরংয়ের ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন শ্লোগান দিতে দিতে তারা শহর প্রদক্ষিণ করেন।