# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-১ আসনের নৌকার এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির বিরুদ্ধে আওয়ামী লীগেরই একাংশ ভিজিএফ চাল বিতরণ বন্ধ করে দিয়েছেন মর্মে মিথ্যা অভিযোগ ও বিষোদগার করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়েছে। আজ ১৬ জুন রোববার দুপুরে শহরের সার্কিট হাউজের সামনে এমপির ভাড়া বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ আহমদ সাদী।
লিখিত বক্তব্যে শরীফ সাদী বলেন, সরকার দুঃস্থ মানুষের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল দিচ্ছে। আর সারা দেশেই সরকারী প্রজ্ঞাপন অনুসারে স্থানীয় এমপিদের অবহিত করে তাঁদের পরামর্শে ইউপি চেয়ারম্যানরা চাল বিতরণ করছেন। কিন্তু কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে এমপিকে অবহিত না করেই চাল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। যে কারণে এমপি জাকিয়া নূর লিপি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেলকে ১৩ জুন লেখা এক চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছিলেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৌলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলমকে চিঠি দিয়ে সংসদ সদ্যকে ভিজিএফ চালের বিষয়ে অবহিত করে দ্রুততম সময়ের মধ্যে চাল বিতরণের অনুরোধ জানিয়েছিলেন। চাল বিতরণ বন্ধ করতে বলা হয়নি। সেই মোতাবেক শনিবার সকাল থেকেই চাল বিতরণ করা হচ্ছে।
শরীফ সাদী তাঁর বক্তব্যে বলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিনসহ কয়েকজন এমপিকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যাচার করছেন। তারা নিজেদের মত করে চাল বিতরণ করতে ব্যর্থ হয়েছেন বলে এসব অপপ্রচারে নেমেছেন। তারা দলকে মানুষের কাছে হেয় করছেন। তারাই এমপিকে হেয় করার জন্য মানুষকে বিভ্রান্ত করে শনিবার বিকালে বৌলাই এলাকায় মানববন্ধন করিয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। শরীফ সাদী নাম উল্লেখ না করে জেলা আওয়ামী লীগের একজন নেতাকে এই চক্রান্তের পেছনের মূল কারিগর হিসেবে উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, দানাপাটুলি ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, মারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শরীফুল ইসলাম শরীফ প্রমুখ। তবে সংবাদ সম্মেলনের সময় এমপি জাকিয়া নূর লিপি বাসায় ছিলেন না।
শনিবার সকাল থেকেই বৌলাই এবং মাইজখাপন ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। এদিকে উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেনকে সংবাদ সম্মেলনের উত্থাপিত অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে বলেন, অমি নিজেও তিনবার ইউপি চেয়ারম্যান ছিলাম। প্রজ্ঞাপনে যাই থাকুক, অতীকে কখনই এমপিকে অবহিত করে চাল বিতরণ করা হয়নি। কেবল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেই চাল বিতরণ করা হতো। তখন এমপিদের এ ধরনের চিঠি দিতে দেখা যায়নি। এ ছাড়া এমপি জাকিয়া নূর লিপি চেয়ারম্যানদের ফোনও ধরেন না বলে জানিয়েছেন আওলাদ হোসেন। বৌলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব আলমকে একাধিকবার ফোন করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।