# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ১৯ বছরে পদার্পন উপলক্ষে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ ১৬ জুন রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব পৌর শহরের প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে ভৈরব প্রতিনিধি সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব।
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আল মামুন, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, ভৈরব সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফারুক, দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান পত্রিকার সম্পাদক সোহেল সাশ্রু, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক ও নিসচা ভৈরব শাখা সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এর আগে দৈনিক যায়যায়দিন এর ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব’কে অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পত্রিকাটি ১৯৮৪ সালে প্রথম প্রকাশনা শুরু করে। তখন পত্রিকাটি সাপ্তাহিক ছিল। ১৯ বছর আগেই এই দিনে পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হতে থাকে। দীর্ঘদিন যাবত তার ঐতিহ্য ধরে রেখেছে। স্যাটেলাইটের যুগেও পত্রিকাটি এখনো টিকে আছে বলে পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের শুভ কামনা জানান বক্তারা। এ পত্রিকার দীর্ঘদিন উজ্জীবিত থাকুক এবং প্রাণবন্তু সংবাদ পরিবেশন করুক এই কামনা করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ভৈরব থেকে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন। নদীবন্দর ভৈরবের ঐতিহ্য রক্ষা করতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই। ভৈরব সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে একটি সুন্দর ভৈরব উপহার দেয়া সম্ভব বলে মনে করেন বক্তারা।