• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ভৈরবে অবৈধ পলিথিন ফ্যাক্টরিতে অভিযানে অর্থদণ্ড গাজায় হামলার প্রতিবাদে ভৈরবের প্রতিবাদী ছাত্র যুবকদের বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ভৈরবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন নারীর দুই হাঁটুতে মোড়ানো ছিল গাঁজা স্টেশন প্লাটফর্ম থেকে গ্রেফতার

বাজিতপুরে বিশাল জয় পেলেন কাজল জামানত হারালেন বাকী তিন চেয়ারম্যান প্রার্থী

# মোহাম্মদ খলিলুর রহমান :-
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। এই নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় বর্তমান চেয়ারম্যানসহ ৩ জন প্রার্থী জামানত হারালেন। ৩৬ হাজার ভোট পেয়ে বিশাল জয় পেয়েছেন রেজাউল হক কাজল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান শিবলী হতে ২৮ হাজার ৭৩৫ ভোট বেশি পেয়েছেন।
গতকাল ৫ জুন বুধবার উপজেলার ৮৫টি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. শামীম হুসাইন। এই ফলাফল ঘোষনা থেকে জানা যায় যে ওই ৩ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নির্ধারিত সর্বনিম্ম ভোট না পাওয়ার কারণে জামানাত হারালেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী বলেন নির্বাচন নীতিমালা অনুযায়ী প্রদত্ত ভোটের পনের ভাগের এক ভাগ ভোট প্রার্থীকে পেতে হবে তা না হলে সেই প্রার্থী জামানত হারাবেন। উপজেলায় ৮৫টি কেন্দ্রে মোট ২ লক্ষ ১৩ হাজার ৫৭০ জন ভোটারের মধ্যে ৫৪ হাজার ৫১৮ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৫২ হাজার ৮০৬টি আর বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৭১২টি। শতকরা ভোট পড়েছে ২৫.৫৩ ভাগ। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীকারী মোট প্রার্থী ছিলেন চারজন।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয় তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে বাজিতপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের সর্বনিম্ন ভোট পেতে হবে ৮ হাজার ১৭৭টি তাহলে তারা জামানত হারাবেন না।
কিন্তু চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান শিবলী (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৪৭৭টি, মোবারক হোসেন মাস্টার (দোয়াত কলম) প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৮৭৩টি, আবদুল্লাহ আল মামুন (ঘোড়া) প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ২৪৪টি ।
তাই নির্বাচন নীতিমালা অনুযায়ী বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীকারী এই তিন প্রার্থী তাদের জামানত হিসেবে প্রতিজন ১ লাখ করে টাকা আর ফেরত পাবেন না।
বাজিতপুর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৬৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে কাসেদ মাস্টার পেয়েছেন ১৫ হাজার ৩৬২ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৪২ ভোট, তার নিকটতম প্রার্থী আরিফা হোসেন কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৭৭২ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *