কিশোগঞ্জের ভৈরবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টুর ঘোড়া মার্কার সমর্থনে ভৈরব উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২ মে বিকালে ভৈরব বাজার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক আরমান উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। পৌর যুবলীগ সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন প্রমুখ। আলোচনা সভায় উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ জাহাঙ্গীর আলম সেন্টুকে সমর্থন করে বক্তব্য দেন। নেতাকর্মীরা বলেন, জাহাঙ্গীর আলম সেন্টু একমাত্র নেতা যিনি মানুষকে জরিয়ে ধরে আদর করে কথা বলেন। রাত বিরাতে নেতাকর্মীদের ডাকে সাড়া দেন তিনি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হয়েও তিনি নিরঅহংকারী একজন মানুষ। আলোচনা সভা শেষে যুবলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীর আলম সেন্টু’র সমর্থনে এক বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সেন্টু উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যুবলীগের প্রতি উনার আস্থা রয়েছে। তিনি সর্বদা যুবলীগ নেতাকর্মীদের পাশে থেকে কাজ করবেন। তিনি আরো বলেন, যদি উপজেলা পরিষদ নির্বাচনে পাশ করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস কাজ করবেন। যুব ও ক্রীড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের হাতকে শক্তিশালী করতে ও ভৈরবের উন্নয়নের আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ কবরেন