# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইয়াকুব সুমনকে প্রতিপক্ষ খুনের হুমকি দিয়েছে বলে থানায় জিডি করেছেন। এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলনও করেছেন।
৩১ মার্চ রোববার জেলা শিল্পকলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তার বড়ভাই ইউসুফ মনি ২০১৯ সালের ২৫ জানুয়ারি শহরের ঈশাখাঁ রোডে খুন হয়েছিলেন। এ ঘটনায় মনির স্ত্রী আবেদা আক্তার শিখা ২৭ জানুয়ারি পিটিআই গলির নয়ন মিয়া (৩৫), হারুয়া এলাকার মো. তৌফিক (২৮), ফিসারি রোডের সজিব মিয়া (২৮) ও নগুয়া এলাকার জয়পালকে (২৯) আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছিলেন।
গত ২৫ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। এ ব্যাপারে কাউন্সিলর ইয়াকুব সুমন ও বাদী শিখা আদালত থেকে দুপুরে আখড়া বাজারের বাসায় ফেরার পথে বাসার কাছে আসামিরা পথ আটকে মামলা প্রত্যাহারের দাবি জানায়। এতে তারা রাজি না হওয়ায় আসামিরা অকথ্য ভাষায় গালাগাল করে খুন করে ফেলার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে ইয়াকুব সুমন নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন। তিনি নিরাপত্তাসহ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে মামলার বাদী আবেদা আক্তার শিখাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।