# নিজস্ব প্রতিবেদক :-
এক ব্যক্তির বাসায় ৩০ লক্ষ টাকা চাঁদার দাবিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতাদের নামে কিশোরগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। মামলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক খালেদ সাউফুল্লাহ সোহেল ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ ৫ জনকে আসামি করা হয়েছে। শহরের গাইটাল ফার্মের মোড় এলাকার হাবিব মো. মাসুম ফেরদৌস (৫০) নামে এক ব্যক্তি ৩১ মার্চ রোববার মামলাটি করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ফার্মের মোড়ে বাদী ও তার পরিবারের তিনতলা একটি বাড়ি আছে। এর নীচ তলা ও তৃতীয় তলা খালি থাকায় ভাড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু খালেদ সাইফুল্লাহ সোহেল, নেভিন, আরিফুর রহমান বাবু, জোসেফ ও মো. মুকুল নামে পাঁচ ব্যক্তি বাদীর কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে বাসা ভাড়া দিতে দিবেন না। গত ৩০ মার্চ শনিবার সকালে এরা আরও লোকজনসহ ওই বাসায় গিয়ে বাদী ফেরদৌসের কাছে আবার ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে কিলঘুষি মেরে দরজা-জানালা, মেইন গেট, টাইলস ভাংচুর করে ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় হাবিব মো. মাসুম ফেরদৌস বাদী হয়ে রোববার সদর থানায় খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে কথা বলার জন্য সোহেলের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।