# নিজস্ব প্রতিবেদক :-
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের স্বাক্ষর জালের মামলায় দণ্ডিত পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২৭ মার্চ বুধবার ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে আদালত-৮ এ আত্মসমর্পণ করলে বিচারক আরাফাতুল রাকিব কারাগারে পাঠানোর আদেশ দেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি জেনেছেন বলে উল্লেখ করেছেন।
একটি প্রতিষ্ঠানের উত্তরা ব্যাংকের দুই কোটি পাঁচ লাখ টাকা ঋণ মওকুফ করিয়ে দেওয়ার কথা বলে রেনু ৩৫ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ছিল। এরপর তিনি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের স্বাক্ষর জাল করে উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের নামে ঋণ মওকুফ করার জন্য একটি চিঠি পাঠান। সেটি জাল প্রমাণিত হওয়ায় ডিএমপির বংশাল থানায় ২০১২ সালের ২৬ এপ্রিল একটি মামলা হয়েছিল। সেই মামলায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৮ রেনুকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড দিয়েছিলেন। রায়ের পর রফিকুল ইসলাম রেনুকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। বুধবার তিনি সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।