• বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রথমে দেখলে মনে হবে বিয়ে বাড়ি ভৈরবে নির্মাণধীন বিল্ডিংয়ের দেয়াল ধসে দুই শিশু গুরুতর আহত বিকল পিকআপের পিছন থেকে আরেক মিনি পিকআপের সজোরে ধাক্কা বাপ ছেলেসহ তিনজন গুরুতর আহত সাবেক রাষ্ট্রপতির ছোটবোন সাবেক উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম মারা গেছেন জুলাই সনদের অনিশ্চয়তা নিয়ে জুলাই যোদ্ধার আবেগী স্ট্যাটাস দাদার লাশ দেখতে গিয়ে নাতনিও হয়ে গেল লাশ ‘পাতানো নির্বাচন করে পার পাবে না ইউনূসের সরকার নির্বাচন বয়কট করা হবে’ ……… আবু হানিফ ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে

ভাগলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবন হস্তান্তর ও পুরাতন ভবন গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন। ২৫ মার্চ সোমবার বিকেল ৪টায় ভাগলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নবনির্মিত ভবন ও চিকিৎসা পরিসেবা উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আফতাব রহিমা ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী সদস্য আবু লুৎফে ফজলে রহিম খান, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভূঁইয়া, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. সাঈদ হাসান, বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ খালেকুল ইসলাম, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিচালক কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা ও UH&FWC) হস্তান্তর ও গ্রহন কমিটির সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, কিশোরগঞ্জ এইচ.ই.ডি নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী, কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল আনোয়ার অপু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও (UH&FWC) হস্তান্তর ও গ্রহন কমিটির সদস্য সচিব মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও (UH&FWC) হস্তান্তর ও গ্রহন কমিটির সদস্য ডা. অনন্যা হোসাইন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে উক্ত প্রকল্প নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন। প্রকল্পের ৪৫ শতাংশ ভূমি ক্রয়, আধুনিক নতুন ভবন নির্মাণসহ সকল কার্যক্রমের বাস্তবায়নে আফতাব-রহিমা ওয়েলফেয়ার ট্রাস্ট সহযোগিতা করে। এছাড়া এই প্রকল্পের সার্বিক সহযোগিতা করেছে ট্রাস্টের অন্যতম শিক্ষা ও সেবা মূলক প্রতিষ্ঠান বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখিত ভবনের নির্মাণ সুপারভিশন করার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি সহ কমিটির মাধ্যমে নির্মাণ কাজ বাস্তাবায়ন হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিকট থেকে (Architectural, working drawing, Electrical drawing, Furniture Drawing) অনুযায়ী ও অধিদপ্তরের তত্ত্বাবধায়নে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন। কেন্দ্রের সকল আসবাবপত্র বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন থেকে ক্রয় করা হয়েছে যা উন্নত ও গুনগত মান সম্পন্ন। স্থানীয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী বাউন্ডারীর উপর কাঁটাতার, কলিবসেবল গেইট সহ বাউন্ডারি ওয়াল ও মেইন গেইটের কাজ সম্পন্ন করা হয়। ২ তলা বিশিষ্ট আধুনিক কেন্দ্রটির ক্লিনিক ফ্লোরে- ৩৪৪৭ বর্গফুট ও আবাসিক ফ্লোরে- ২৭০১ বর্গফুট জায়গা রয়েছে। কেন্দ্রটির ১ম তলা স্বাস্থ্যসেবা কার্যক্রম ও ২য় তলায় আবাসিক আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *