• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জিয়ার জন্মদিনে হোসেনপুরে সহস্রাধিক শীতার্তকে কম্বল উপহার বিএনপির ২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদের স্মরণে দোয়া মাহফিল ভৈরবের রিকশা ও ইজিবাইক চালকদের নিয়ম কানুন ও শিষ্টাচার এবং দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ হোসেনপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অষ্টগ্রামের বিএনপির সভাপতি পুলিশে দেন বিএনপি নেতাকে প্রতিবাদে বিক্ষোভ মিছিল হাইব্রিড বলাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্র; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ দোকান বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ৩৫ ভৈরবে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শিশু কিশোরদের গ্রামীণ ঐতিহ্যের বাহারী বিভিন্ন পিঠার সাথে পরিচিত করতে অভিভাবকদের মাঘ পুলি’র উৎসব ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ভৈরব স্বাস্থ্য অধিদপ্তরের ১০ দফা আদেশ বাস্তবায়নে ৪ হাসপাতালে অভিযানে ১ সপ্তাহের আল্টিমেটাম

# মিলাদ হোসেন অপু :-
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ১০ দফা আদেশ বাস্তবায়নে ৪ হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসময় ১ সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়েছে চার প্রতিষ্ঠান মালিককে। প্রতিষ্ঠানগুলো হলো মা ও শিশু হাসপাতাল, স্বদেশ হাসপাতাল, কেয়ার জেনারেল হাসপাতাল ও আল মদিনা হাসপাতাল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার বুলবুল আহম্মদ। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরএমও ডা. কিশোর কুমার ধরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
এ বিষয়ে ডা. বুলবুল আহম্মদ বলেন, গত ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন হাসপাতাল ও ক্লিনিক সমূহের অতিরিক্ত দায়িত্বরত পরিচালক ডা. আবু হোসেন ও মো. মাইনুল আহসানের একটি ১০ দফা আদেশের নোটিশ পায়। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভৈরবের চারটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাদের প্রয়োজনীয় কাগজ পত্রসহ কিছু অনিয়ম পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ১০ দফা আদেশের বিষয়ে তাদের অবগত করে এবং তা বাস্তবায়নের জন্য ১ সপ্তাহের আল্টিমেটাম দেয়া হয়েছে। ভৈরব সকল হাসপাতালও ক্লিনিকে এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ১০ দফা আদেশ থেকে জানা যায়, (১) বেসরকারি ক্লিনিক/হাসপাতাল ও ডায়াগনস্টিক এর লাইসেন্সের কপি উক্ত প্রতিষ্ঠানের মূল প্রবেশ পথের সামনে দৃশ্যমান স্থানে অবশ্যই স্থায়ীভাবে প্রদর্শন করতে হবে।
(২) সকল বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের যাবতীয় তথ্যাদি সংরক্ষণ ও সরবরাহের জন্য একজন নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা/কর্মচারী থাকতে হবে এবং তার ছবি ও মোবাইল নম্বর দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।
(৩) যে সকল প্রতিষ্ঠানের নাম ডায়াগনস্টিক ও হাসপাতাল হিসেবে আছে কিন্তু শুধুমাত্র ডায়াগনস্টিক অথবা হাসপাতালের লাইসেন্স রয়েছে তারা লাইসেন্স প্রাপ্ত ব্যতিরেকে কোনেভাবেই নামে উল্লেখিত সেবা প্রদান করতে পারবে না।
(৪) ডায়াগনস্টিক সেন্টার/প্যাথলজিক্যাল ল্যাবরেটরী এর ক্ষেত্রে যে ক্যাটারগরীতে লাইসেন্স প্রাপ্ত শুধুমাত্র সে ক্যাটারগীতে নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা ব্যতীত কোনভাবেই অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা যাবে না এবং ক্যাটাগরী অনুযায়ী প্যাথলজি/মাইক্রোবায়োলজি, বায়োকেমিষ্ট্রি ও রেডিওলজি বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে।
(৫) বেসরকারি ক্লিনিক/হাসপাতালের ক্ষেত্রে লাইসেন্স এর প্রকারভেদ ও শয্যা সংখ্যা অনুযায়ী সকল শর্তাবলী বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন করতে হবে।
(৬) হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিযোজিত সকল চিকিৎসকের পেশাগত ডিগ্রীর সনদসমূহ, বিএমডিসি’র হালনাগাদ নিবন্ধন ও নিয়োগপত্রের কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে।
(৭) হাসপাতাল/ক্লিনিক এর ক্ষেত্রে যে কোনো ধরনের অপারেশন/সার্জারী/প্রসিডিউর এর জন্য অবশ্যই রেজিস্ট্রার্ড চিকিৎসককে সার্জনের সহকারী হিসেবে রাখতে হবে।
(৮) কোন অবস্থাতেই লাইসেন্স প্রাপ্ত/নিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক ব্যতীত চেম্বারে অথবা ডায়াগনস্টিক সেন্টারে এ্যানেসথেশিয়া প্রদান করা যাবে না। বিএমডিসি স্বীকৃত বিশেষজ্ঞ অবেদনবিদ (Anesthetist) ছাড়া যে কোনো ধরনের অপারেশন/সার্জারী/Interventional Procedure করা যাবে না।
(৯) সকল বেসরকারি নিবন্ধিত/লাইসেন্স প্রাপ্ত হাসপাতাল/ক্লিনিকে Labor Room Protocol অবশ্যই মেনে চলতে হবে।
(১০) নিবন্ধিত/লাইসেন্স প্রাপ্ত হাসপাতাল/ক্লিনিকে অপারেশন থিয়েটারে অবশ্যই Operation Theatre Etiquette মেনে চলতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *