• শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

ভৈরবে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

# মিলাদ হোসেন অপু :-
সনাতন ধর্মের অন্যতম দেবতা বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ভৈরবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জন্মাষ্টমী। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা, পূর্জা প্রার্থনার মধ্য দিয়ে ব্যানার-ফেস্টুন আর বাদ্যের তালে তালে নেচে গেয়ে বর্ণিল সাজে সেজে শ্রী কৃষ্ণের জন্মদিন পালন করা হয়। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়।
এ উপলক্ষে সকালে ভৈরব পৌর শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের সামনে শ্রী কৃষ্ণের ৫ হাজার ২৫০ তিথির শুভ জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোপাল জিউর মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব লুৎফুর রহমান ফুলু, সাখাওয়াত উল্লাহ, ডা. ইন্দ্রজিৎ দাস, অদৈত্য চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, গোপাল জিউর মন্দিরের সভাপতি শ্রী দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, সহ-সভাপতি ইন্দ্রজিৎ ভদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দেবনাথ, ভৈরব পূজা উদযাপন কমিটি সভাপতি অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ডা. বাবুল আচার্য, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার বিজ্ঞাপন ব্যবস্থাপক শ্রী তপন চন্দ্র বর্মন প্রমুখ।
গোপাল মন্দিরের আয়োজিত শোভাযাত্রায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ভৈরব স্বর্ণ শিল্প, ভৈরব হিন্দু ছাত্র সমাজ ঐক্যজোটসহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণি পেশার নারী, পুরুষ, শিশুরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এ সময় তারা বিভিন্ন মন্দির থেকে বর্নিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় কয়েকশত ভক্ত অংশ নেন।
এছাড়াও জন্মাষ্টমী উপলক্ষে গোপাল জিউর মন্দিরে দিনব্যাপী গীতাপাঠ, আরতী কির্তন ও প্রসাদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *