# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা ও পৌর শাখা।
এ উপলক্ষে নরসিংহ জিউর আখড়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কুলেশ্বরী বাড়ী দেবালয় হয়ে হোসেনপুর কেন্দ্রীয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) অনিন্দ্য মন্ডল, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা রুনু, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম,উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাসসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।