• শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় প্রকাশের পর নবীনগরের কেদারখোলা মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধ

# এম.আর রুবেল :-
দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় “নবীনগরের কেদারখোলা বালু মহাল ইজারার নামে মেঘনা নদীতে বালু উত্তোলনের নামে চলছে হরিলুট” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মেসার্স জাহানারা কনস্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্সের স্বত্ত্বাধিকারী মো. বরকত উল্লাহ সাগরকে বালু উত্তোলনে বিরত থাকার নির্দেশ দেন হাইকোর্ট ও ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত প্রশাসক।
সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা বালুমহালের বর্তমান ইজারাদার মেসার্স জাহানারা কনস্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্সের স্বত্ত্বাধিকারী মো. বরকত উল্লাহ সাগর কর্তৃক সরকারি বালুমহালসহ মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করায় উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিট জারি করেন হাইকোর্ট। ২৯ আগস্ট মঙ্গলবার হাইকোর্ট আপিল ডিভিশনের একটি বেঞ্চ জাহানারা কনস্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্স কর্তৃক বালু উত্তোলন ৬ মাসের জন্য স্থগিত করেন । রিট পিটিশন নং-11294 of 2023. Pc.no: 24449/23, (Date : 29.08.2023)। অপরদিকে পূর্ববর্তী ইজারাদার মেসার্স এম এইচ এন্টারপ্রাইজকে তিন মাসের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়।
জাহানারা কনস্ট্রাকশন এন্ড সাপ্লাইয়ার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি সরকারি কেদারখোলা পশ্চিম বালুমহালটি ১ বছরের জন্য ইজারা নিয়ে অনৈতিকভাবে সরকারি বিধিনিষেধ অমান্য করে নবীনগর ও রায়পুর উপজেলার মেঘনা নদীর সীমানায় বিভিন্ন স্থান থেকে লোড ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে। গত ৩ আগস্ট জাহানারা কনস্ট্রাকশনের একটি লোড ড্রেজার রায়পুরা চাঁনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন গ্রামের শতশত ঘরবাড়ি ও কৃষিজমি হুমকি মুখে পড়েছে। এনিয়ে দৈনিক পূর্বকণ্ঠ সহ বিভিন্ন জাতীয় দৈনিক ও টিভিতে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি হাইকোর্টের নজরে আসলে ৬ মাস বালু উত্তোলন বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।
সূত্রে আরো জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর ১৫৮৪ স্মারক পত্রের নির্দেশনা মোতাবেক ও নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্দেশনায় বীরগাঁও ইউনিয়ন ভূমি অফিস ২০২২ সালের ১১ ডিসেম্বর কেদারখোলা পশ্চিম বালুমহালটি ১৪২৯ বাংলা সনের ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত এক বছরের জন্য দখলনামা বুঝিয়ে দেয়া হয় ইজারা গ্রহীতা মেসার্স এম এইচ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু বালু উত্তোলনের মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই বালু উত্তোলন বন্ধ করে দেয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হন ইজারাদার মেসার্স এম এইচ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
রিট পিটিশন: মাননীয় হাইকোর্ট কতৃক গৃহিত ১৫-০৫-২০২৩ তারিখে আদেশ অনুসারে তাকে তার ইজারার মেয়াদ শেষ করার অনুমতি দেওয়ার জন্য ৬ জুন ২০২৩ তারিখের আবেদনের নিষ্পত্তিতে উত্তরদাতা নং ৪-এর ব্যর্থতা/নিস্ক্রিয়তা ২০২৩ সালের রিট পিটিশন নং- ২৬৩৫ এ ডিভিশন রুলটি ডিসচার্জ করে। যা জনস্বার্থের আড়ালে বর্তমান পিটিশনের ইজারাকে হতাশ করার জন্য ন্যস্ত ত্রৈমাসিকের অনুরোধে উত্তরদাতা নং-৭ দ্বারা দায়ের করা হয়েছিল।
১৩ জুলাই ২০২৩ তারিখে ইজারা চুক্তি উত্তরদাতা নং-৪ দ্বারা সম্পাদিত ১৪৩০ বিএসের জন্য কেদারখোলা পশ্চিম বালুমহাল উত্তর দাতা নং-৪ এর অনুকূলে ইজারা দেয়।
এছাড়া ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মাননীয় হাইকোর্ট বিভাগ ২০২৩ সালের ২৬৩৫ নং রিট পিটিশনে উত্তর দাতা নং-৭ দ্বারা উক্ত বালুমহালটি বিলুপ্ত করার জন্য এবং চেম্বারের ১৩-০৩-২০২৩ তারিখের নিষেধাজ্ঞার আদেশের চরম লঙ্ঘনের জন্য দায়ের করেছিলেন। মাননীয় আপিল বিভাগের বিচারক ২০২৩ সালের সিভিল পিটিশন নং ৭৪৫ (২০২৩ সালের ডব্লিউপি নং ২৬৩৫ থেকে উদ্ভুত) পাশ করেছেন, পক্ষগুলোকে পূর্বোক্ত বালুমহালের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
১৩-০৭-২০২৩ তারিখের ইজারা চুক্তি (সংযোজন-এইচ) এর কারণ দর্শানোর জন্য উত্তরদাতাদের আহ্বান জানিয়ে একটি বিধি নিসি জারি করা হোক।
উত্তরদাতা নং-৪ দ্বারা সম্পাদিত কেদারখোলা বালুমহাল ১৪৩০ বিএসের জন্য উত্তরদাতাদের অনুকূলে ৪নং টেন্ডার নোটিশের ভিত্তিতে আবেদনকারীর ইজারা থাকার সময় এবং মুলতুবি থাকাকালীন রিটে মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক এ বিষয়ে রুল নিস্ট ২০২৩ সালের পিটিশন নং ২৬৩৫ এবং মাননীয় আপিল বিভাগের চেম্বার জজের ১৩-০৩-২০২৩ তারিখের স্থায়ী নিষেধাজ্ঞার আদেশের স্থূল লঙ্ঘন ২০২৩ সালের দেওয়ানী পিটিশন নং ৭৪৫ এ পাস করা হয়েছে। (ডব্লিউপি ২০২৩ এর নং ২৬৩৫ থেকে উদ্ভুত)
উপরোক্ত বালুমহাল সম্পর্কে স্থিতাবস্থা বজায় রাখার জন্য পক্ষগুলোকে নির্দেশ দেওয়া কোন আইনগত কর্তৃত্ব ছাড়া তৈরি করা হয়েছে এবং কোন আইনগত প্রভাব নেই এবং কেন উত্তরদাতাদের ব্যর্থতা এবং নিস্ক্রিয়তা নং- হিসাবে ঘোষণা করা হবে না।
ডাব্লিউপি-তে মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃক গৃহীত ১৫-০৫-২০২৩ তারিখের আদেশের অনুসারে তাকে তার ইজারার মেয়াদ শেষ করার অনুমতি দেওয়ার জন্য আবেদনকারীর ৬-৬২০২৩ তারিখের আবেদনের নিষ্পত্তি করার জন্য (সংযোজন -জি-১) ২০২৩ এর নং ২৬৩৫ বিধিটি কোনো আইনানুগ কর্তৃত্ব ছাড়া ঘোষণা করা হবে না এবং এর কোনো আইনি প্রভাব নেই এবং আরও কেন উত্তরদাতা নং ৪কে আবেদনকারীর ৬-৬-২০২৩ তারিখের আবেদন নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেওয়া হবে না।
(সংযোজন -জি-১) অথবা এই ধরনের অন্য বা আরও আদেশ এই আদালতে পাস করা উপযুক্ত এবং যথাযথ বলে মনে হতে পারে।
নিয়মটি তারিখ থেকে ৪ সপ্তাহের মধ্যে ফেরতযোগ্য করা হয়। বিধি নিষ্পত্তি মুলতুবি, ইজারা চুক্তির অপারেশন তারিখ ১৩-৭-২০২৩ (সংযোজন -২) উত্তরদাতা নং-৪ লিজ আউট দ্বারা সম্পাদিত কেদারখোলা পশ্চিম বালুমহাল, বীরগাঁও, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ১৪৩০ বাংলা সালের তারিখ থেকে ৬ মাসের জন্য স্থগিত করা হবে এবং উত্তরদাতা নং-৪ কে আবেদনকারীর ৬-৬-২০২৩ তারিখের প্রতিনিধিত্ব নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে (সংযোজন -জি-১) তিন মাসের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *