• শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

শোলাকিয়া জঙ্গি হামলার মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

শোলাকিয়া জঙ্গি হামলার
মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা এলাকায় জঙ্গি হামলার মামলায় ৫ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ ২৯ আগস্ট মঙ্গলবার ধার্য তারিখে ৫ জঙ্গিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়। মামলার বাদী পুলিশ পরিদর্শক মো. সামছুদ্দিন ও সেদিন আহত পুলিশ সদস্যসহ মোট ১৭ জন পুলিশ সদস্য সাক্ষ্য প্রদান করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু নাসের ফারুক সঞ্জু। সাক্ষ্যগ্রহণ করেন সন্ত্রাস দমন ট্রাইবুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক। এ মামলায় মোট সাক্ষী আছেন ১০২ জন। সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ৪ অক্টোবর।
এর আগে গত ২৫ জুলাইসহ মোট তিনটি তারিখ সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য থাকলেও ৫ আসামির সবাইকে একসঙ্গে আদালতে হাজির করতে না পারার কারণে কখনই সাক্ষ্যগ্রহণ সম্ভব হচ্ছিল না। মঙ্গলবার বড় মিজান (৬৬), রাজিব গান্ধী (৩৫), সোহেল মাহফুজ (৩৯), আনোয়ার হোসেন (৫২) ও জাহিদুল হক তানিমকে (৩১) কঠোর নিরাপত্তায় একসঙ্গে হাজির করার কারণে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে সকল আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন নব্য জেএমবির জঙ্গিদের ভয়াবহ হামলায় দুই পুলিশ সদস্য আনসারুল হক ও জহিরুল ইসলাম এবং এক গৃহবধূ ঝর্ণা রাণী ভৌমিক নিহত হয়েছিলেন। সেসময় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবির রহমান (২৩) নামে এক জঙ্গিও নিহত হয়েছিলেন। আটক হয়েছিলেন অপর জঙ্গি শফিউল ইসলাম (২২) ও জাহিদুল হক তানিম (৩১)।
এ ঘটনায় পুলিশের পরিদর্শক মো. সামছুদ্দিন বাদী হয়ে সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০২৩) এর ৬(২)/৮/৮/১০/১২/১৩ ধারায় ১০ জুলাই মামলা করেছিলেন। আসামি করা হয়েছিল শফিউল ইসলাম ও জাহিদুল হক তানিমকে। পরবর্তী সময়ে তদন্ত করে ২৪ জনকে আসামি করা হলেও শফিউল ইসলামসহ ১৯ জন বিভিন্ন সময় এনকাউন্টার ও আত্মঘাতি হয়ে মারা গেছেন। জীবিত ৫ জন বর্তমানে আটক আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *