• শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার যুবক-যুবতীকে খুঁটিতে বেঁধে বেত্রাঘাতের ঘটনায় মামলা ননদসহ গ্রেপ্তার দুইজন কটিয়াদীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গুলশান থেকে গ্রেপ্তার ভুল দাগে জায়গা বিক্রি করে রেজিস্ট্রি অফিসের কর্মচারীর সহায়তায় চাঁদা দাবি ২০ লাখ পানের ন্যায্য মূল্যের দাবিতে পান চাষীদের মানববন্ধন ভৈরবে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কর্মসূচির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার দুই নারী কর্মীর বিরুদ্ধে বাল্যবিয়ে প্রতিরোধে পপির স্কুল পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম সম্পাদক মাজহারুল কটিয়াদীতে আগামী শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের হাট শুরু

মায়ের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মায়ের সঙ্গে গোসল করতে নেমে ফাহিমা (৫) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত ফাহিমা উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার ছাদু মিয়ার প্রথম সন্তান। আজ ২৬ আগস্ট বিকাল ৩টায় বাড়ির পাশে পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মা সখি বেগম বাড়ির কাজ শেষ করে ছোট মেয়ে সায়মাকে ঘুম পাড়িয়ে বড় মেয়ে ফাহিমাকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ ফাহিমা পানিতে ডুবে নিখোঁজ হয়। মায়ের চিৎকার চেচামেচীতে স্থানীয়রা ছুটে আসলে আধঘণ্টা চেষ্টা চালিয়ে ফাহিমাকে উদ্ধার করে স্বজনরা। পরে স্থানীয় একটি ফার্মেসীতে নিয়ে গেয়ে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মেয়ের কাকা মাইনু মিয়া জানান, দুই সন্তানের জননী সখি বেগম প্রতিদিনের ন্যায় মেয়েকে নিয়ে গোসল করতে পুকুরে যায়। হঠাৎ সখি বেগমের চিৎকার চেচামেচীতে আমরা ছুটে নিয়ে ফাহিমাকে উদ্ধার করি। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ফাহিমা এলাকার ব্র্যাক স্কুলের শিশু শ্রেণিতে পড়তো।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, পুকুরে পড়ে মৃত্যুর খবর এখনো পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *