বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাবিকুন নাহার ইভা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের খ-গ্রুপে প্রথমস্থান অধিকার করেছে। সে পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া গ্রামের বাসিন্দা ও দৈনিক ইত্তেফাকের সাবেক পাকুন্দিয়া প্রতিনিধি প্রবাসি মো. শাহজাহান সাজুর কনিষ্ঠ কন্যা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজন দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গত মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, আগামি ২৫ এপ্রিল কিশোরগঞ্জের ১৩টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা জেলা সদরের সরযু বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।