কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন ভৈরবে করোনা রোগীদের সহায়তার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে আড়াই লক্ষ টাকার ঔষধ প্রদান করেছেন। ১৪ আগস্ট শনিবার সন্ধ্যায় এ ঔষধ সামগ্রী বুঝে নেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। পরে ওই ঔষুধ সামগ্রী করোনা আইসোলেশন সেন্টার উপজেলার বিশেষায়িত হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।
জানা যায়, করোনার শুরু থেকে ভৈরবে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন রয়েছে চিকিৎসক সংকট অপরদিকে রয়েছে ঔষুধ সংকট। এমতাবস্তায় কোভিড-১৯ শুরু থেকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সহযোগীতা করে যাচ্ছেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। প্রথম ধাপেই চিকিৎসকদের জন্য পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন। সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রথম সাড়ির যোদ্ধাদের জন্য দিয়েছেন ব্যাপক সহায়তা। হত-দরিদ্রের জন্য দিয়েছেন খাদ্য সহায়তা। বিপুল পরিমাণের মাস্কও বিতরণ করেছেন দফায় দফায়। নিজ ঐচ্ছিক তহবিল থেকে দিয়েছে আর্থিক সহায়তা। বর্তমানেও সকল ধরণের সহয়তা অব্যহত রেখেছেন এমপি নাজমুল হাসান পাপন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. খুরশীদ আলম জানান, কোভিড-১৯ শুরু থেকে ভৈরবে মানুষ আক্রান্ত হয়েছে অনেক। নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি সহায়তার পাশাপাশি মানুষকে নানান ভাবে সহযোগীতা করে যাচ্ছেন আমাদের মাননীয় এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। আজ ভৈরবে করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্য সেবা দিতে বিপুল পরিমান ঔষুধ পাঠিয়েছেন তিনি। এছাড়া তিনি ভৈরবের মানুষকে স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত মাস্ক পড়তে ও করোনা ভ্যাকসিন নিতে অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, করোনার শুরু থেকে ভৈরবের মানুষের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের এমপি মহোদয়। সরকারের সহযোগিতায় কমতি থাকলেও তাদের চেয়ে বেশী সহায়তা নিয়েছেন স্থানীয় এমপি নাজমুল হাসান পাপন এমপি। আজ করোনা রোগীদের জন্য বিভিন্ন জাতের ঔষধ পাঠিয়েছেন তিনি। ভৈরবের হত দরিদ্র্যদের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে সহায়তা পাঠাচ্ছেন উপজেলা প্রশাসনের কাছে। ভৈরবের করোনা প্রতিরোধে যে কোন চাহিদা মুহুর্তেই পূরণ করছেন তিনি।