# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নারান্দী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন অন্তরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে থানা সংলগ্ন কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি শামছুল হক মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ।
পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক রাজিব মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, ভিপি মো. কামাল উদ্দিন, মাহমুদুজ্জামান রিপন, আ. কদ্দুছ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি জালাল মো. গাউছ শাওন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন, আমিনুল হক জর্জ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহজারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহীন আলম জনি প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেয়।
বক্তারা বলেন, সম্প্রতি সাদ্দামের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে সাদ্দাম গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানানো হয় মানববন্ধনে।