# সোহেলুর রহমান :-
বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর ফ্যাসিবাদ মুক্ত দেশে আনন্দঘন পরিবেশে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার প্রাপ্ত কবি ও সাংবাদিক ফারুক মাহমুদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, পৌর ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল খান, পৌর ১০নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাছির মোল্লা, পৌর ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান রকি, পৌর ১০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি বরকত উল্লাহ, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি হুমায়ুন কবির, বিদ্যালয়ের পরামর্শক কমিটির সদস্য মো. জাকির হোসেন, আফরোজা নাসরিন, জামিল আহমেদ, বাংলাদেশ রেলওয়ে ভৈরব বাজার ঘাট সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হানিফ পাশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহিদুল্লাহ, উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার স্বপ্না বেগম ও পৌর ছাত্রদলের আহবায়ক হিসাম রহমান।