# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় ভৈরব বাজার হলুদ পট্টি আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগ অফিস থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
হোটেল শ্রমিকের নাম শফিকুল ইসলাম শফিক (৩৭)। সে কুলিয়ারচর থানার ছয়সূতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের শামসু মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শফিকুল ভৈরবের বিভিন্ন হোটেল শ্রমিকের কাজ করতো। ৮ জানুয়ারি সে ভৈরব বাজার কলাপট্টিতে আদুরি হোটেলে যোগদান করে। আজ বুধবার সকাল ৯টায় হোটেল মালিকের কাছ থেকে কিছু টাকা নিয়ে বের হয়। সকাল ১১টায় স্থানীয়রা দেখতে পায় একজন যুবকের মরদেহ ভৈরব বাজার হলুদ পট্টি আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিসের টাইলসের উপর পড়ে আছে। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে পরিবারের সদস্যরা বিকাল ৩টায় ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে। তাদের দাবি শ্বাসকষ্ট জনিত কারণে সে মৃত্যু বরণ করেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, ৫ আগস্টে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ফলে দিন দিন অফিসগুলো ময়লার বাগারে পরিণত হয়। এরপর থেকে আওয়ামী লীগের অফিসে কোন কার্যক্রম কিংবা আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের অফিসে আসতে যেতে দেখা যায়নি। বর্তমানে কার্যালয়টি বাথরুম হিসেবে ব্যবহার করে স্থানীয়রা। পরিত্যক্ত থাকায় ইতিমধ্যে কার্যালয়টি মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পায় একজন যুবকের মরদেহ স্বেচ্ছাসেবক লীগ অফিসের পড়ে আছে। যুবকের দেহে কোন কাপড় ছিল না। পড়নে ছিল একটি কালো প্যান্ট। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
হোটেল মালিক বিকাশ দেব জানান, সকাল ৯টায় শফিক আমার কাছ থেকে ৩শ টাকা নিয়েছে শ্বাসকষ্টের ঔষধ কেনার জন্য। সে খুব অসুস্থ ছিল। ১ সপ্তাহ আগে আমার হোটেলে একজনের পরিবর্তে যোগদান করেছে। অসুস্থ ছিল বলে বাড়ি ফিরে যেতে রিকশায় উঠিয়ে দেয়। পরক্ষণে সে রিকশা থেকে নেমে যায়। আমরা ভেবেছিলাম সে ঔষধ কিনতে নেমেছে। দুপুর ১২টায় শুনি তার মরদেহ পাওয়া গেছে।
এ বিষয়ে নিহতের ভাই জনি বলেন, আমার ভাই দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টে ভুগছে। আমরা দুই ভাই চারবোন। আমাদের বড় বোনও শ্বাসকষ্টে মারা গেছে। আমার ভাইয়ের কোন শত্রু নেই। আমার ভাইয়ের সংসারে স্ত্রী ও আড়াই বছরের রুহান নামে একজন ছেলে সন্তান রয়েছে। আমার ভাইয়ের শ্বাসকষ্ট হলেই রোদের তাপ নিতেন। তা নাহলে অনেক কষ্ট করতো। আমরা চাই আমার ভাইকে ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহের পরিচয় শনাক্ত করতে কিছুটা বিলম্ব হয়েছে। যুবকের কাছ থেকে পাওয়া মোবাইলের মাধ্যমে পরিচয় পাওয়া গেছে। প্রাথমিক ভাবেও হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। তবে পরিবার বলছে দীর্ঘদিন সে শ্বাসকষ্টের রোগে ভুগছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।