# আবুল কালাম, তাড়াইল :-
কিশোরগঞ্জের তাড়াইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী।
গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী উপজেলার জাওয়ার ইউনিয়নের হাছলা গ্রামের পাথারিয়াপাড়ায় যান শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত করতে। জিয়ারত শেষে তিনি শহীদ রুবেলের বাবা-মায়ের খোঁজ-খবর নেন এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শহীদ রুবেলের বাবা ফরিদ উদ্দিন বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম খন্দকার, তাড়াইল উপজেলা বিএনপির দামিহা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সৈকত হোসেন ময়নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই দিন রাতে মিরপুর-১৩ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল। এমন সময় রুবেল মাথায় গুলিবিদ্ধ হন। গুলিটি বাম কানের পাশ দিয়ে মাথায় ঢুকে কপাল ভেদ করে বেড়িয়ে যায়। গুলির আঘাতে মগজ ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।