• শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন |
  • English Version

অবশেষে বোনের বিকল্প হিসেবে মাঠে ভাই

বক্তব্য রাখছেন সৈয়দ শাফায়েতুল ইসলাম -পূর্বকণ্ঠ

অবশেষে বোনের বিকল্প
হিসেবে মাঠে ভাই

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ৫ বার এমপি ছিলেন আওয়ামী লীগের প্রয়াত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ২০১৮ সালে সর্বশেষ জয়লাভের পর তিনি মৃত্যুবরণ করলে উপনির্বাচনের মাধ্যমে বর্তমানে এমপি আছেন তাঁর ছোটবোন ডা. জাকিয়া নূর লিপি। অবশ্য সেসময়ই লিপির বড়ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলামও নির্বাচনে আগ্রহী ছিলেন। কিন্তু মনোনয়ন পান জাকিয়া নূর লিপি।
আগামী দ্বাদশ নির্বাচনের জন্য এবার বোনের আসনে মনোনয়নের প্রত্যাশা নিয়ে মাঠে নামলেন সৈয়দ শাফায়েতুল ইসলাম। তিনি শনিবার (১১ মার্চ) বিকালে গাড়িবহর আর মোটরসাইকেল বহর নিয়ে হোসেনপুরের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশ করেছেন। বক্তৃতায় বলেছেন, আগামী নির্বাচনে তাঁকে মনোনয়ন দেয়া হলে তিনি মানুষের সেবা করতে চান। এলাকার সাবেক ইউপি মেম্বার ইসমাইল আকন্দের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন শাফায়েতুল ইসলামের সহধর্মিনী নাজমা ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন দুলাল, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরিদ উদ্দিন মাসুদ, সাবেক সেনা সদস্য মাহতাব উদ্দিন প্রমুখ। বিষয়টি নিয়ে এখন নির্বাচনী এলাকায় মুখে মুখে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *