# নিজস্ব প্রতিবেদক :-
১৯তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা-২০২৩ উদযাপনের লক্ষ্যে জেগে ওঠো নরসুন্দা সাহিত্য সংগঠনের উদ্যোগে প্রথম প্রস্তুতি সভা হয়েছে। শনিবার শহরের সমবায় ভবন প্রাঙ্গনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত সভায় সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাছুমা আক্তার, সাহিত্য সংগঠক কাজী আবুল এহসান অপু, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, নাট্য সংগঠক আব্দুল ওয়াহাব প্রমুখ আলোচনায় অংশ নেন। সঞ্চালনা করেন সংগঠনের কর্মকর্তা আসাদুজ্জামান। সাহিত্যপ্রেমীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিদের সঙ্গে এ উৎসবের সামগ্রিক আয়োজন ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কবিতা এবং ছড়া আবৃত্তিরও আয়োজন ছিল।