• বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে দ্বিতীয় ধাপে বেসিক কম্পিউটার ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত ভৈরবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বাজারের আধিপত্য নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত ভৈরবের ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়েছে ভৈরবে পপি’র কৈশোর কর্মসূচীর উদ্যোগে ভলিবল খেলা ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাকুন্দিয়ায় অভিবাসী কর্মীদের একত্রিকরণে সেমিনার বাজিতপুর পৌর যুবদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা আগামীকালের নির্বাচনের লক্ষ্যে পুলিশ সমাবেশ ভৈরব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে মেডি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত দুদিন ধরে বিদ্যুৎ নেই ভৈরবের তিন ইউনিয়নে, ভোগান্তিতে জনজীবন স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতি, এলাকায় উত্তেজনা, তদন্ত কমিটি গঠন

ভৈরবে ফুটবল ম্যাচ খেলতে এসে ভৈরব একাদশ কাছে ২-১ গোলে হেরেও অর্ধলক্ষাধিক টাকা অনুদান দিলেন ব্যারিস্টার সুমন

ভৈরবে ফুটবল ম্যাচ খেলতে এসে
ভৈরব একাদশ কাছে ২-১ গোলে হেরেও
অর্ধলক্ষাধিক টাকা অনুদান দিলেন
ব্যারিস্টার সুমন

 # আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিকালে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে ভৈরব ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এর মাঝে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে ভৈরব ফুটবল একাডেমি ২-১ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি কে পরাজিত করে। ম্যাচটি দেখতে আসা ফুটবলপ্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সার্বিক পরিচালনায় প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন ক্রীয়া সংস্থার সহ- সভাপতি ও ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক রাফিউল আলম মঈন, এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ক্রীড়া সংস্থার সহ- সভাপতি মোশারফ হোসেন, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক মিলাদ হোসেন অপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমির হামজা প্রমুখ। ম্যাচ শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় ব্যারিস্টার সুমন তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে ফুটবলকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের খেলোয়াড়রাই আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হয়ে দেশের সুনাম কুড়িয়ে আনবে। এছাড়া তিনি ভৈরবের খেলোয়াড়দের খেলা দেখে প্রশংসা করে বলেন, লোকাল টিম হিসেবে আজকে তারা যে খেলা খেলছে যদি তাদেরকে একটু পানি দেওয়ার ব্যবস্থা করেন দেখবেন তারা একদিন বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ করবে। তিনি খেলাধূলার পাশাপাশি লেখাপড়া করারও আহবান জানান। ম্যাচ শেষে তিনি মাঠ পরিচর্যা ও খেলোয়াড়দের জন্য অর্ধ লক্ষাধিক টাকা অনুদান প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *