# সোহেলুর রহমান :-
মহান বিজয় দিবস উপলক্ষে ভৈরবে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোধূলি সিটির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম।
তিনি বলেন, ফ্যাসিষ্ট বিদায় হলেও এখনও ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তাছাড়া তিনি আরো বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি’কে আবারো ক্ষমতায় আনার আহবান জানান। তাছাড়া আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফিরবেন। তাই তাকে বরণ করতে সকল নেতা-কর্মীকে ঢাকায় বিমান বন্দরে যাওয়ার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে বিএনপির পক্ষ থেকে একটি বিজয় র্যালি বের হয়ে আইস কোম্পনী মোড়ে গিয়ে শেষ হয়।