# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার আগে জেলা শহরের রথখলা এলকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার রথখলা মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে মাজহারুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি জনগণের প্রতি ভোট প্রার্থনা করে বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে, আর তিনি সংসদে গেলে এলাকার উন্নয়নে সাধ্যমত ভূমিকা রাখবেন। তিনি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, তাঁর নির্বাচনী কাজে অক্লান্ত পরিশ্রম করার জন্য। মিছিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাসহ হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছিলেন।