• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব পৌরসভার পক্ষ থেকে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী পৌরকর মেলার আয়োজন করা হয়েছে। আজ ৮ ডিসেম্বর সোমবার ভৈরব পৌরসভার হোল্ডিং ট্যাক্স প্রদানের সুবিধার্থে পৌরকর মেলা নামে এই মেলার আয়োজন করা হয়। পৌরসভার কর মেলা উদ্বোধন করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ।
ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের মিয়া তার বাড়ির ৬৪ হাজার ৫৪৭ টাকা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ এর হাতে তুলে দিয়ে পৌরকর মেলার সূচনা করেন। এর আগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন।
পৌরকর মেলায় ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের স্থায়ীভাবে বসবাসকারী লোকজন তাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করেন। ইতিমধ্যে অনেকেই এই পৌরকর মেলায় উপস্থিত হয়ে তাদের নিজ নিজ বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করেছেন। পৌরকর মেলায় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, প্রশাসনিক কর্মকর্তা আলী হোসেন, কর আদায়কারী মো. শাহানোয়াজ আহম্মেদ, বাজার পরিদর্শক নবী হোসেনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌরকর মেলার প্রথম দিনে ১৪০ জন হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন। মেলায় পৌরসভার তহবিলে প্রায় ৬ লক্ষ টাকা জমা হয়। কর মেলার হোল্ডিং ট্যাক্স আদায়ে সহযোগিতা করেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ভৈরব শাখা। এ সময় যারা কর মেলায় হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন তাদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট, পুরস্কার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কর আদায়কারী মো. শাহানোয়াজ আহম্মেদ বলেন, এই পৌরকর মেলা চলবে আগামীকাল ৯ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। পৌরসভার স্থায়ী বসবাসকারীরা যাদের হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে তাদের সবাইকে মেলায় এসে হোল্ডিং ট্যাক্স প্রদানের অনুরোধ জানাচ্ছি।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ বলেন, মেলাটি আসলে একটু ভিন্নধর্মীভাবে আয়োজন করা হয়েছে। বিভিন্ন মেলার আয়োজন দেখেছি। এবারই হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য কর মেলার আয়োজন করা হচ্ছে। পৌরসভার জনগণের হোল্ডিং ট্যাক্স প্রদানের সুবিধার্থে এই মেলার আয়োজন করা হয়েছে। এ রকম মেলার আয়োজন করা হলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এ ধরণের মেলার আয়োজন করা হবে। সবাই সচেতন হলে পৌরসভার হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকবে না, পৌরসভার আয় বৃদ্ধি পেলে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ আরো গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *