• সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ

ছাতিরচরের প্রথম রেমিট্যান্স যোদ্ধা মো. জসিম উদ্দিন ও যন্ত্রপাতি হাতে পাওয়ার ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক ইদ্রিছ মিয়া -পূর্বকণ্ঠ

এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা
কারিগরি জ্ঞান থাকায় বেতন পান
অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের একটি যোগাযোগ বিচ্ছিন্ন ভাঙন কবলিত দরিদ্র ইউনিয়ন ছিল হাওর উপজেলা নিকলীর ছাতিরচর ইউনিয়ন। আয়তনে জেলার সবচেয়ে ছোট এ ইউনিয়নটি একটি বিচ্ছিন্ন দ্বীপের মত। বর্ষকালে থাকে চারিদিকে পানি দিয়ে ঘেরা। আবার শুষ্ক মৌসুমেও খরস্রোতা ঘোড়াউত্রা নদীর কারণে থাকে উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন।
অনেকেই নদী ভাঙনে ভিটা ছাড়া হয়ে অন্যত্র চলে গেছেন। বছরের বিভিন্ন সময় তারা বিভিন্ন জেলায় ইটভাটাসহ বিভিন্ন কায়িক শ্রমের কাজে চলে যেতেন। আজ আর সেই চিত্র নেই। জেলার সবচেয়ে ছোট এই ইউনিয়ন থেকে নিজ এলাকার টেকনিক্যাল সেন্টারে কাজ শিখে ৫ শতাধিক যুবক-কিশোর এখন বিশ্বের বিভিন্ন দেশে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কাজ করছেন। এদের সবাই দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন। যে কারণে এরা একেকজন প্রবাসে থাকা তিনজন সাধারণ শ্রমিকের সমান বেতন পান। ফলে অন্যান্য শ্রমিকের তুলনায় এরা তিনগুণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। এসব তথ্য জানান ওই যুবক-কিশোরদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও অভিভাবকরা।
ছাতিরচর ইউনিয়নটিকে জেলার সবচেয়ে ছোট ইউনিয়ন বলা হয় এই কারণে, ইউনিয়নটি একটি মাত্র গ্রাম নিয়ে গঠিত। এক সময় এটি ছিল পার্শ্ববর্তী গুরই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড। কিন্তু এই ওয়ার্ডটি ভাঙন কবলিত হওয়ার কারণে ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে বরাদ্দ পাওয়া যেত, তা দিয়ে চোখে পড়ার মত কোন উন্নয়নমূলক কাজই করা সম্ভব হতো না। ফলে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তৎকালীন এলজিআরডি মন্ত্রী মো. জিল্লুর রহমান ছাতিরচর ওয়ার্ডটিকে একটি আলাদা ইউনিয়ন করে দিলেন, যেন এলাকাটি আলাদা গুরুত্ব পায়। এর পরও কোন বড় প্রকল্প ছাড়া এলাকাটিকে ভাঙন থেকে রক্ষা করা যাচ্ছিল না। তবে গত কয়েক বছরে সেই ইউনিয়নের চারিদিকে সিসি ব্লক দিয়ে বেড়িবাঁধের মত করে দেওয়া হয়েছে। এখন নদী ভাঙনের বিপদ কেটে গেছে। কিন্তু দারিদ্র তাদের পিছু ছাড়ছিল না।
শনিবার ছাতিরচর ইউনিয়নে গিয়ে কথা হয় জসিম উদ্দিন নামে এক ব্যক্তির সাথে। তিনি ১৯৯২ সালে বিএ পাস করে এই ইউনয়ন থেকে প্রথম প্রবাসী হিসেবে সৌদি আরবে চাকরি নিয়ে যান। জসিম উদ্দিন জানান, তিনি নরসিংদীর পলাশে এম রহমান টেকনিক্যাল সেন্টারে প্রশিক্ষণ নিয়ে পাইপিং টেকনিশিয়ান হিসেবে ১৯৯৫ সালে সৌদি আরবে যান। কারিগরি দক্ষতা থাকায় পরীক্ষা দিয়ে সরকারি খরচে গেছেন। চাকরি পেলেন সেখানকার এওয়াইটিবি নামে একটি প্রতিষ্ঠানে। জসিম উদ্দিন চাকরির মেয়াদশেষে ২০১৫ সালে দেশে ফিরে আসেন। তিনি সহযোগীদের নিয়ে আরও শতাধিক যুবককে সৌদি আরবে পাঠিয়েছেন। তিনি ছাতিরচরে বাবার নামে সাহেব আলী প্রাথমিক বিদ্যালয় দিয়েছেন। এটি এখন সরকারি।
ছাতিরচরে প্রতিষ্ঠিত হয়েছে ‘পাওয়ার ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান। সেখানে গিয়ে কথা হয় একই গ্রামের প্রশিক্ষক ইদ্রিছ মিয়ার সাথে। তিনি ২০০৮ সালে নারায়ণগঞ্জের বোরহান উদ্দিন টেকনিক্যাল সেন্টারে ওয়েল্ডিংয়ের কাজ শিখে ২০১১ সালে পাড়ি জমান সিঙ্গাপুরে। সাফল্যের সাথে ৮ বছর কাজ করেছেন। ২০১৯ সালে দেশে ফিরে চিন্তা করলেন এলাকার বেকার যুবকদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। নিজের তো কারিগরি দক্ষতা আছেই। ফলে ছাতিরচর এলাকায় ‘পাওয়ার ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার’ নামে প্রতিষ্ঠানটি গড়ে তুললেন। এখানে কেবল ছাতিরচরের যুবক-কিশোররাই প্রশিক্ষণ নেন না, জেলার সকল উপজেলা ছাড়াও ঢাকা, রাজশাহী, বগুড়া, রাজবাড়ি, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে এখানে প্রশিক্ষণ নিতে আসেন।
ইদ্রিছ মিয়া জানান, তিনি কেবল ওয়েল্ডিং বিষয়ে প্রশিক্ষণ দেন। তিন মাসের কোর্স। কোর্স ফি ৪০ হাজার টাকা। যারা বাইরে থেকে আসেন, তাদের জন্য বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা আছে। খাবার খরচ তাদের নিজেদের। তিনি জানান, ছাতিরচর ইউনিয়নে তাঁর প্রতিষ্ঠান ছাড়াও সিএমটি এবং ইউনুস ট্রেনিং সেন্টার নামে আরও দু’টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই তিন প্রতিষ্ঠান থেকে কেবল ছাতিরচর ইউনিয়ন থেকেই অন্তত ৫ শতাধিক যুবক-কিশোর সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইসহ বিভিন্ন দেশে ভাল বেতনে কাজ করছেন। অন্যান্য এলাকারও অন্তত ৫০ জন বিভিন্ন দেশে গেছেন। বিভিন্ন জনশক্তি রপ্তানীকারক কোম্পানির প্রতিনিধিরা এসে পরীক্ষা করে লোক নিয়ে যান। কর্মীরা মাসে দুই লাখ থেকে চার লাখ টকা পর্যন্ত বেতন পাচ্ছেন।
ছাতিরচর বাজারে কথা হয় কাপড় ব্যবসায়ী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হায়দার আলী সেন্টুর সাথে। তাঁর ছেলে শাওন মিয়া স্থানীয় ট্রেনিং সেন্টারে কাজ শিখে ২০২৩ সালে সৌদি আরব গেছেন। তখন আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে ছেলেকে পাঠিয়েছিলেন। এখন ভাল বেতন পাচ্ছেন। বাড়িতে সময়ে সময়ে টাকা পাঠাচ্ছেন। ধারদেনা শোধ হয়েছে। এছাড়া শাওনের টাকা দিয়ে হায়দার আলী দোকানে পুঁজি খাটাচ্ছেন। দোকানের নামও দিয়েছেন ছেলের নামে ‘শাওন বস্ত্রালয়’। ৫ নম্বর ওয়ার্ডের বাচ্চু মিয়ার ছেলে সাইফুল ইসলামও ছাতিরচর থেকে প্রশিক্ষণ নিয়ে এখন সৌদি আরবে আছেন। তিনি মাসে তিন লক্ষ টাকা বেতন পাচ্ছেন। ৯ নম্বর ওয়ার্ডের লিয়াকত আলীর ছেলে দুর্জয়, আক্কাস আলীর ছেলে আরমানও সৌদিতে থাকেন। তারা সবাই ভাল বেতনের চাকরি করেন। এখন প্রবাসীদের প্রতিটি পরিবার খুব ভাল আছে। তারা সন্তানদের টাকায় জায়গা কিনছেন, জমি কিনছেন, ব্যবসা করছেন। পরিবারে কোন অভাব নেই। আর এসব চিত্র দেখেই দিন দিনই যুবক-কিশোরদের মধ্যে কারিগরি প্রশিক্ষণের প্রতি আগ্রহ বাড়ছে।
তবে ৯ নম্বর ওয়ার্ডের ইমরান নামে একজন আক্ষেপের সুরে বললেন, ছেলেরা বিদেশ যাচ্ছে, টাকা রোজগার করছে। পরিবার উপকৃত হচ্ছে। কিন্তু এই ঝোঁকে পড়ে কিছু মেধাবী তরুণও কারিগরি প্রশিক্ষণ নিয়ে টাকা রোজগারের নেশায় বিদেশে পাড়ি জমাচ্ছে। তারা লেখাপড়া করে হয়ত আরও অনেক বড় কিছুও হতে পারতো। এই বিষয়টাও ভেবে দেখা দরকার বলে তিনি মনে করেন।
ছাতিরচর ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী বলেছেন, এটি জেলার সবচেয়ে ছোট্ট একটি ইউনিয়ন। ভাঙন কবলিত দুর্গম এই ইউনিয়নে সরকারি বরাদ্দ খুব অপ্রতুল। এর পরও এখানকার যুবকরা বিদেশে গিয়ে পরিবারগুলোর অনেক উন্নতি করেছে। এক সময় এই ইউনিয়নে সবই ছিল টিনের ঘর। ছেলেরা বিদেশ গিয়ে টাকা পাঠাচ্ছে। যে কারণে ওইসব পরিবারের এখন আধাপাকা ঘর হয়েছে। বিদেশী টাকায় পরিবারগুলো নিকলী ও বাজিতপুরে গিয়ে কেনাকাটা করছে। এই দুই উপজেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি বলেছেন, একটি হাওর বেষ্টিত ছোট্ট ইউনিয়ন থেকে ৫ শতাধিক যুবক বিদেশে চাকরি করছেন, এটা একটা অভাবনীয় ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতে প্রবাসগামীদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমত সহযোগিতা করা হবে বলে তিনি মন্তব্য করেছেন।
যাদের সাথে এ প্রতিনিধির কথা হয়েছে, তারা সবাই বলেছেন, ছাতিরচর ইউনিয়নটা আয়তনের দিক থেকে হয়ত দেশের সবচেয়ে ছোট ইউনিয়ও হতে পারে। কিন্তু খুবই ঘন বসতিপূর্ণ। হাওরের বুকে একটি দ্বীপের মত ইউনিয়ন হওয়ায়, এখানে জায়গা খুবই কম। ফলে প্রতিটি বাড়ির ঘর একটি সাথে আরেকটি লেগে আছে। গ্রামের রাস্তাগুলো খুবই সরু। ছোট্ট একটা ইউনিয়নে মোট জনসংখ্যা প্রায় ২০ হাজার। এর পরও আগের মত অভাব নেই, কষ্ট নেই। অল্প কিছু পরিবার ছাড়া মোটামুটি সবাই ভাল আছে। এক সময় ছাতিরচরে শিক্ষার আলো ছিল না বললেই চলে। এখন প্রচুর ছেলেমেয়ে পড়ালেখা করে। ছাতিরচর হাইস্কুলে অনেক সময় ছেলের তুলনায় মেয়ের সংখ্যা বেশি হয়ে যায়।
যখন ভরা বর্ষার পানি আসে, তখন নিকলীসহ কিশোরগঞ্জের হাওর এলাকাকে মনে হয় মিনি বঙ্গোপসাগর। দেশের বিভিন্ন জেলা থেকে হাওর দর্শনে হাজার হাজার পর্যটক আসেন নিকলীতে। তাদের একটি অন্যতম আকর্ষণের জায়গা ছাতিরচর। এটি একটি দ্বীপের মত হওয়ায়, যারা কখনও সেন্টমার্টিন যাননি, তাদের কাছে ছাতিরচরই যেন মনে হয় আর একটা সেন্টমার্টিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *