# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে থানা ভাঙচুর মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ খান (৫৬)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৭ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফরিদ খান ওই এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, আটককৃত আসামি ফরিদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার উপর হামলা ও নাশকতার পরিকল্পনাকারী। ৭ নভেম্বর শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি ফরিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ভাঙচুর ও নাশকতার একাধিক মামলা রয়েছে। ভৈরব থানা ভাঙচুর মামলায় আজ ৮ নভেম্বর শনিবার সকালে কারাগারের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।