# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। বর্ণাঢ্য এই র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন রোডের রবিনসন মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ. হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক ও রফিকুল ইসলাম আলী।
এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বিপ্লব ও সংহতি দিবসের এ কর্মসূচি উপলক্ষে পুরো কুলিয়ারচর পৌর শহর বিএনপির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।