# দিলোয়ার হোসাইন :-
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির-২০২৫ খ্রি.নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি পদে হাত্রাপাড়া আর্দশ দাখিল মাদরাসা সুপার জাহেদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ঝাউতলা আনোয়ারিয়া আলিম মাদরাসা প্রভাষক (আইসিটি) ও বিএনপি নেতা মো. তরিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসা ভোটকেন্দ্র ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে সহ-সভাপতি খাকশ্রী নূরুল উলুম আলিম মাদরাসা প্রভাষক (আরবি) মোহাম্মদ উল্লাহ, সহ সাধারণ সম্পাদক পদে তানজিম আশরাফ সাদী দাখিল মাদরাসা সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে সাইটুটা হুসাইনিয়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক (আইসিটি) নূরুল্লাহ, কোষাধ্যক্ষ পদে উরদিঘী আলিম মাদরাসার ইবি শিক্ষক মো. আজিজুল ইসলাম, শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. মহসিন, কার্যনিবাহী সদস্য(৩য় শ্রেণি) কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অফিস সহকারী (কাম-কম্পিউটার) মো. শরীফ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য (৪র্থ শ্রেণি) খাকশ্রী নূরুল উলুম আলিম মাদরাসা অফিস সহায়ক মো. আবু সাঈদ প্রমুখ বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।