• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ বাজিতপুর প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খলিলুর রহমান আগামী নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হবে ……. চাকসু জিএস কিশোরগঞ্জে কৃষি বিভাগে কলম বিরতি কর্মসূচী অসহায় নারীর চায়ের দোকান জোরপূর্বক বন্ধ ও লুটপাটের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ভৈরব উদয়ন স্কুল আমলাপাড়া শাখায় হেমন্ত উৎসব আয়োজন ভৈরব উদয়ন স্কুল নিউটাউন শাখার স্টুডেন্টস্ প্রেজেন্টেশন-ডে আয়োজন ছিনতাইকারীকে অনুরোধ করে মোবাইল ফেরত নিলেন সাংবাদিক, টাকা খোয়ালেন ১৫ হাজার করিমগঞ্জে বিএনপি নেতার বউকে নিয়ে পালালেন যুবক ভৈরবে বিভিন্ন যানবাহনে জেলা বাস্তবায়ন চাই পতাকা সংযুক্ত কর্মসূচি

জুলাই শহীদের স্ত্রী ফারজানা শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত আসামি পক্ষের নতুন দাবি

জুলাই শহীদের স্ত্রী ফারজানা
শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত
আসামি পক্ষের নতুন দাবি

# নিজস্ব প্রতিবেদক :-
চব্বিশের ৪ আগস্ট বাজিতপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের দিন আব্দুল কুদ্দুছ (৩৬) নামে এক ওয়েল্ডিং কর্মী মারা গিয়েছিলেন। তিনি বাজিতপুর উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের সাহাপুর চেংগাহাটি গ্রামের মো. জামাল মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় মৃত্যুর এক মাস ২৪ দিন পর ২৮ সেপ্টেম্বর বাজিতপুর থানায় কুদ্দুছের বড়ভাই মো. বিল্লাল মিয়া সাবেক এমপি আফজাল হোসেন ও তার ছোটভাই সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফসহ ১৫১ জনের নামে এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছিলেন।
কুদ্দুছের মৃত্যুর পর বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা আর্থিক সহায়তা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা শ্বশুর বাড়ির লোকজন ঠিকমত দেননি বলে অভিযোগ কুদ্দুছের স্ত্রী ফারজানা আক্তারের। তাকে স্বামীর মৃত্যুর ৪০ দিন পর শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তিনি বর্তমানে তিন ছেলে ও এক মেয়ে নিয়ে পার্শ্ববর্তী বলিয়ারদি ইউনিয়নের শিমুলতলা গ্রামে বাবার বাড়িতে আছেন। তবে ফারজানার ভাসুর বিল্লাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ফারজানা সব টাকা নিয়েছেন। আর তিনি নিজেই বাবার বাড়ি চলে গেছেন।
এদিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. মো. নাজমুল সালেহীন জানিয়েছেন, গত বছর ৪ আগস্ট বিকাল ৫টায় আব্দুল কুদ্দুছকে স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টার খাতায় ১২৭০/১৮৪ নিবন্ধন নম্বরে আব্দুল কুদ্দুছের যাবতীয় বর্ণনাসহ নাম লিপিবদ্ধ করা আছে। তার শরীরে কোন আঘাতের কথা লেখা নেই। অবশ্য ডা. নাজমুল সালেহীন ওই ঘটনার অনেক পরে এখানে দায়িত্ব নিয়েছেন। দাফনের তিন মাস পর আদালতের নির্দেশে গত বছর ৩ নভেম্বর কুদ্দুছের লাশ উত্তোলন করে ময়না তদন্ত করানো হয়েছে। যদিও প্রতিবেদনে লাশটি গলিত অবস্থায় ছিল বলে লেখা হয়েছে।
মামলার বাদী বিল্লাল মিয়ার দাবি, হামলার ঘটনাতেই কুদ্দুছ মারা গেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন দুপুর ২টার দিকে বাজিতপুর বাজারের ফল মহালে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে অনেকেই আহত হন। বাদী নিজেও আহত হয়েছিলেন। বাদীর ছোট ভাই কুদ্দুছকে এক পর্যায়ে আসামিরা ধরে নিয়ে যায় আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে তাকে মারধর করে অফিসেই ফেলে রেখে যায়। বিকাল ৪টার দিকে কুদ্দুছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধায় লাশটি থানায় নেওয়া সম্ভব হয়নি। আসামিদের চাপে শেষ পর্যন্ত ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে এজাহারে বলা হয়েছে।
এদিকে নিহতের স্ত্রী ফারজানা আক্তার অভিযোগ করেছেন, তাঁর ভাসুর বিল্লাল মামলার বাদী হয়েছেন, অথচ ফারজানা কিছুই জানেন না। বিল্লাল নিরীহ মানুষদের আসামি করে টাকা আদায় করছেন। বিভিন্ন দল ও ব্যক্তির কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা অনুদান পেলেও তিনি পুরোটা পাননি। বরং তাঁকে শ্বশুর বাড়ি থেকে চার সন্তানসহ বের করে দেওয়া হয়েছে। এখন তিনি বাবার বাড়ি আছেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে। সবার ছোট ছেলেটি কুদ্দুছের মৃত্যুর সময় গর্ভে ছিল। ফারজানার আশঙ্কা, বাদী বিল্লাল আসামিদের কাছ থেকে টাকা নিয়ে মামলাটি শেষ করে দিতে পারেন। সেই কারণে বিল্লালের পরিবর্তে ফারজানাকে যেন মামলার বাদী করা হয়, তিনি এমন দাবিও জানিয়েছেন। মঙ্গলবার ফারজানার বাবার বাড়ি গেলে বাবা আসাদ মিয়া জানান, তাঁর তিন মেয়ে এক ছেলের মধ্যে ফারজানা সবার ছোট। তাঁকে স্বামীর মৃত্যুর ৪০ দিন পরই শ্বশুরবড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মেয়ে মামলার বাদী হতে চেয়েছিল। কিন্তু তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তবে আসামি পক্ষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বিল্লাল অস্বীকার করেছেন।
নিহত আব্দুল কুদ্দুছের নাম জুলাই শহীদদের গেজেটে ‘কুদ্দুস মিয়া’ নামে ৩৮১ নম্বর ক্রমিকে তালিকাভুক্ত হয়েছে। বাজিতপুর ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মারুফ মিয়া জানান, বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা যে সমস্ত টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়ে একটি রিকশা কিনে ফারজানার শ্বশুর নিজের কাছে রেখে দিয়েছিলেন। একদিন ফারজানা এসে এ নিয়ে কান্নাকাটি করার পর রিকশাটি উদ্ধার করে ফারজানাকে দেওয়া হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ফারজানার নামে ১০ লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী শাহাদাত হোসেন জানিয়েছেন, এ মামলায় অধিকাংশ আসামি পলাতক। কয়েকজন গ্রেপ্তার হয়ে এখন জামিনে আছেন। তবে প্রধান আসামি সাবেক এমপি আফজাল হোসেন কিছুদিন আগে মেহেরপুর জেলা শহর থেকে গ্রেপ্তার হলে এ মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। তিনি এখন কারাগারে আছেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানিয়েছেন, এখনও মামলাটির তদন্ত চলছে। তবে এ পর্যন্ত বেশ কিছু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুদিন আগে মেহেরপুর জেলা শহর থেকে আটক মামলার প্রধান আসামি সাবেক এমপি আফজাল হোসেনকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত শেষ হলে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *