# এম.আর রুবেল :-
ভৈরবে প্রকাশ্যে ইয়াবা বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এক মাদক কারবারি। এ সময় তার হাতে থাকা একটি মোবাইল ফোন পড়ে যায়, যা উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। কিন্তু পরে টাকার লেনদেনের মাধ্যমে মোবাইলটি ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার এএসআই মাসুদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ২ নভেম্বর রোববার দুপুরে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। পালিয়ে যাওয়া মাদক কারবারির নাম আকবর মিয়া, তিনি ওই গ্রামের মৃত কানু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে ইয়াবা বিক্রি করছিলেন আকবর মিয়া। খবর পেয়ে ভৈরব থানার এএসআই মাসুদ ও কনস্টেবল রিপন মিয়া সেখানে পৌঁছান এবং আকবরকে ধরার চেষ্টা করেন। এসময় আকবর জামাকাপড় ছিঁড়ে পালিয়ে যান, আর তার ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনাস্থলে পড়ে যায়। পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরদিন সোমবার আকবর মিয়ার ভাতিজা সুমন মিয়ার মাধ্যমে ২ হাজার ৫০০ টাকার বিনিময়ে মোবাইল ফোনটি ফেরত পান আকবর মিয়া। এসময় তদবির করেন একই থানার এএসআই জাকির হোসেন, যিনি নাকি আকবরকে “ভালো মানুষ” বলে পরিচয় দিয়েছিলেন।
মাদক ব্যবসায়ী আকবর মিয়া বলেন, আমার ভাতিজা সুমন থানার সোর্স। তাঁর মাধ্যমেই দারোগা মাসুদের সঙ্গে কথা হয়। আমি মিথ্যা কথা বলবোনা, আড়াই হাজার টাকা দিয়ে মোবাইলটা ফেরত পেয়েছি।
তবে অভিযোগ অস্বীকার করে এএসআই মাসুদ বলেন, আকবর আমাদের দেখে পালিয়ে গেলে আমরা তার মোবাইল উদ্ধার করি। পরে এএসআই জাকির বলেন আকবর ভালো মানুষ, তাই মোবাইলটি ফেরত দিয়েছি। কোনো টাকা নিইনি।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-উর-রশিদ বলেন, আমি ঘটনাটি জানি। আকবর ওই গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী। তার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আপনাদের মাধ্যমে শুনলাম। তদন্ত করে দেখব বিষয়টি।