# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম মনোনয়ন পাওয়ায় ভৈরবের নেতাদের মধ্যে চলছে উচ্ছ্বাস। ৩ নভেম্বর সোমবার রাত ৯টায় ভৈরব বাজারে ধানের শীষের ভোট চেয়ে আনন্দ মিছিল করেন উচ্ছ্বসিত নেতারা। নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভৈরব পৌর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ করেন।
সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামের তালিকা ঘোষণার পর ভৈরব-কুলিয়ারচরের নেতাকর্মীরা উল্লাস করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, সিনিয়র নেতা জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদল আহ্বায়ক হানিফ মাহমুদ, সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আদিলুর জামান দুলাল, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আরিফুল হক সুজন, পৌর সদস্য সচিব মীর রাজন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক রেজওয়ান উল্লাহ, হাজী আসমত কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিন্নাহ প্রমুখ।
মিছিল শেষে ভৈরব বিএনপিসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। এ সময় বক্তারা আরো বলেন, ভৈরব-কুলিয়ারচরের মানুষের জীবন মান উন্নয়নে শরীফুল আলমের বিকল্প নেই। তিনি ভৈরব-কুলিয়ারচর উন্নয়নের অবকাঠামোগত চিন্তাচেতনা আগে থেকেই নিয়ে রেখেছেন। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের মার্কা নিয়ে তিনি বিজয় হলে সকল ধরণের মানুষের উন্নয়নমূলক কাজ করে যাবেন।