# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরব বাজার প্রধান প্রবেশ মুখে যানজট নিরসনে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় রাস্তা দখল করে রাখা মালপত্র পিকআপে উঠিয়ে নিয়ে যায় পৌর প্রশাসনের কর্মীরা।
এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
উচ্ছেদ অভিযানে সহায়তা করেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, দীর্ঘদিন যাবত পৌরসভার রাস্তা দখল করে রেখেছে রাস্তার পাশে থাকা দোকানিরা। এতে তারা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পৌরসভার পক্ষ থেকে একাধিকবার মাইকিং করে ও প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তারা এসে সতর্ক করেছে। দোকানিদের পার্মানেন্ট স্থাপনা থাকার পরও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছে। ফুটপাত ও সড়ক দখল করে কোনও স্থাপনা বসানো আইনানুগ অপরাধ। প্রশাসের কথা কর্ণপাত না করায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় তিনি ভৈরবের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।