# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে যৌতুকের টাকার জন্য গৃহবধূকে নির্যাতন ও হত্যার চেষ্টার ঘটনায় স্বামীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃত স্বামী পৌর শহরের কালিপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে রহিম মিয়া (২৫)। ভুক্তভোগী স্ত্রী সাবরিনা আক্তার রুমকি (২০)। সে পৌর শহরের কমলপুর এলাকার শ্যামল মিয়ার মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ১ বছর পূর্বে পৌর শহরের কালিপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে রহিম মিয়ার সাথে কমলপুর এলাকার শ্যামল মিয়ার মেয়ে সাবরিনা আক্তার রুমকির সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় স্বামী রহিম মিয়াকে নগদ ২ লক্ষ টাকা, ৩ ভরি স্বর্ণালঙ্কার, ১ লক্ষ ৫০ হাজার টাকার আসবাবপত্র দেয়া হয়। কিন্তু বিয়ের ৬ মাস পর থেকে বিদেশে যাওয়ার কথা বলে স্ত্রীকে বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। টাকা এনে না দেয়ায় বিভিন্ন সময় স্ত্রীকে মানসিক চাপ ও শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে স্ত্রীকে গায়ের ওড়না দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে এবং মারধোর করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম করে। খবর পেয়ে রুমকির পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ১২ অক্টোবর ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী রহিম মিয়া, শ্বশুর মোস্তফা মিয়া, শাশুরী মনোয়ারা বেগমসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। এ ঘটনায় র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা ২২ অক্টোবর অভিযুক্ত রহিম মিয়াকে আটক করে।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত জানান, অভিযোগ পাওয়ার পর ভৈরব বাজারের লঞ্চঘাট এলাকা থেকে অভিযুক্ত রহিম মিয়াকে আটক করা হয়। আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। বাকী অভিযুক্তদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।