• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ বাজিতপুরে নারীর অধিকার ও ক্ষমতায়নে তারেক রহমানের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা

কিশোরগঞ্জে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীদের তালিকা, অন্য প্রার্থীরা বলছেন ভুয়া

কিশোরগঞ্জে বিএনপির প্রাথমিক
মনোনীত প্রার্থীদের তালিকা
অন্য প্রার্থীরা বলছেন ভুয়া

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জের ৬টি আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রচার হচ্ছে কয়েক দিন ধরে। বিএনপির প্যাডে দেশের ৬১টি আসনের মধ্যে কিশোরগঞ্জের ৬টি আসনেও প্রার্থী মনোনয়নের একটি প্রাথমিক তালিকা প্রচার হচ্ছে। এসব নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। একটি আসনে একাধিক প্রার্থীর নামও রাখা হয়েছে। আবার একটি আসনে অন্য দলের প্রার্থীর নামও লেখা রয়েছে। আবার কিছু গণমাধ্যমে কিশোরগঞ্জের কেবল দু’টি আসনের প্রার্থীর নাম দেওয়া হয়েছে। বাকি চারটি আসনে কোন প্রার্থীর নাম রাখা হয়নি। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে। দলের নেতা-কর্মীদের ভেতরে এ তালিকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নেতারা এই তালিকাকে ভুয়া বলে আখ্যায়িত করে বলেছেন, দলের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি মহল এসব প্রচারণা চালাচ্ছে।
তালিকায় দেখা গেছে, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে নাম রয়েছে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নুর। কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে নাম রয়েছে প্রবাসী রাজিব কুমার ঘোষের। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নাম রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নাম রয়েছে বিএপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও বিএনপির প্রয়াত সংসদ সদস্য ফরহাদ আহমেদ কাঞ্চনের ছেলে ডা. ফেরদৌস আহমেদ লাকীর। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে নাম রয়েছে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার। আর কিশোরগঞ্জ-৬ আসনে নাম রয়েছে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের। অপর একটি তালিকায় কেবল কিশোরগঞ্জ-৪ আসনে ডা. ফেরদৌস আহমেদ লাকী, আর কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলমের নাম রয়েছে। অন্য চারটি আসনের বিষয়ে কিছু লেখা নেই।
কিশোরগঞ্জ-২ আসনে মাঠে নিয়মিত গণসংযোগ করছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক পাবলিক প্রসিকিউটর জালাল উদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দীলিপ, পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক পাকুন্দিয়া সরকারি কলেজ সংসদের সাবেক জিএস আহমেদ ফারুক খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাঁকন প্রমুখ। তোফাজ্জল হোসেন দীলিপ জানান, রাজিব কুমার ঘোষের বাড়ি ছিল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকায়। তিনি বাড়িঘর বিক্রি করে নেদারল্যান্ডে থাকেন। কখনও বিএনপির কোন রাজনীতির সাথে ছিলেন বলে জানা নেই। ফলে তালিকায় তাঁর নাম থাকার কোনই যুক্তিই নেই। তিনি তালিকাটি ঠিক নয় মন্তব্য করে জানান, তিনি গত ১৭ বছর মাঠে লড়াই করে দলকে ধরে রেখেছেন। কারাবরণও করেছেন। তিনি মনে করেন, দল বিগত দিনের কর্মকাণ্ড বিবেচনা করেই মনোনয়ন দেবে। জালাল উদ্দিন এবং আহমেদ আহমেদ ফারুক খোকনও মনে করেন, এসব তালিকার কোন ভিত্তি নেই। তাঁরা প্রতিনিয়ত মাঠে গণসংযোগ করছেন বলে জানিয়েছেন।
কিশোরগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লাও মনে করেন, এ ধরনের তালিকা ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতারাও এ ব্যাপারে বিরক্ত। এখানে জেলা বিএনপির অপর সহ-সভাপতি আদালতের জিপি জালাল মোহাম্মদ গাউস এবং করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এবং ডা. এরশাদ আহসানও গণসংযোগ করছেন।
কিশোরগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশি ডা. ফেরদৌস আহমেদ লাকী প্রার্থীদের প্রচারিত প্রাথমিক তালিকা দেখিয়ে বলেছেন, এটাকে চূড়ান্ত বলা না গেলেও সম্ভাবনা ধরা যায়। দল থেকে মাঠ পর্যায়ে যাচাই করেই তালিকাটি করেছে। তিনি জানান, ফজলুর রহমানের বিতর্কিত নানা বক্তব্যের কারণে এখন তাঁর সকল পদ স্থগিত আছে। ফলে এরকম পরিস্থিতিতে ডা. লাকী নিজের সম্ভাবনা দেখছেন। এদিকে ফজলুর রহমানকে ফোন করে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমার এই বয়সে আমাকে এসব বিষয়ে প্রশ্ন করা মানে বেইজ্জতি করা। তালিকায় কার নাম আসলো, এটা কী আমার দেখার বিষয়? আমার চেয়ে বয়ষ্ক কেউ কিশোরগঞ্জে রাজনীতিও করে না, মনোনয়নও চায় না। দল যাকে খুশি তাকে মনোনয়ন দিবে। এ ব্যাপারে আমি কিছুই বলবো না।’
বাজিতপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া কিশোরগঞ্জ-৫ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ করে যাচ্ছেন। তিনি জানান, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে ১২ দলীয় জোট। সেই জোটের আহবায়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার নাম প্রাথমিক মনোনয়নের তালিকায় দেখা গেছে। তবে এটা চূড়ান্ত নয়। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভিও এই মনোনয়ন ঠিক নয় বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বলে জানিয়েছেন এহসান কুফিয়া। তবে এহসানুল হুদা জানিয়েছেন, বিগত আন্দোলনে তাঁর জোটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপির কেন্দ্রীয় নেতারা তাঁকে আশ্বাসও দিয়েছেন। তিনিও এলাকায় গণসংযোগ করছেন এবং মনোনয়নের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।
এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম গত ১৫ অক্টোবর শহরের রথখলা এলকায় দলের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-১ আসনে নিজের প্রাথিতা ঘোষণা দিয়েছেন। পরদিন শহরে তাঁর সপক্ষে বড় প্রচার মিছিলও হয়েছে। শনিবারও হোসেনপুর উপজেলা সদরে তাঁকে হুড খোলা মাইক্রোতে নিয়ে দলের নেতা-কর্মীরা বেশ বড় প্রচার মিছিল করেছেন। মাজহারুল ইসলাম জানান, এসব তালিকার খবর ভুয়া, এর কোন ভিত্তি নেই। মনোনয়ন চূড়ান্ত করতে দল অনেক জটিল প্রক্রিয়া অনুসরণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *