# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের করিমগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। করিমগঞ্জ পৌরসভার ব্যাপারি পাড়া এলাকায় শুক্রবার সকালে আব্দুল মালেককে (৭৫) ছেলে বাদল মিয়া (৩৫) ছুরিকাঘাত করলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানেই সন্ধ্যায় তিনি মারা যান বলে জানিয়েছেন করিমঞ্জ থানার ওসি মাহবুব মোরশেদ।
ছেলে বাদল মিয়া মাদকাসক্ত হওয়ার কারণে এলাকাবাসীকে ওৎপাত করতো। সেই কারণে তার বাবা বাদলের নামে মামলা করলে কিছুদিন কারবাস করে। এদিকে বাদলের স্ত্রীও বাবার বাড়ি চলে গেছে। ফলে এসব নিয়ে শুক্রবার ঝগড়ার এক পর্যায়ে আব্দুল মালেককে ছুরিকাঘাত করলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দিলে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন। ঘটনার পর বাদল গা ঢাকা দিয়েছে।