# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোটেলে ফ্রিজের একই ড্রয়ারে রান্না করা ও কাঁচা খাবার রাখা, মিষ্টিতে পোকা পাওয়া এবং ফাস্ট ফুড তৈরিতে ঘন চিনি ব্যবহার, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে নিরাপদ খাদ্য আদালত চার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন। ১৯ অক্টোবর শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও নিরাপদ খাদ্য আদালতের হাকিম আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয় এই আদালত।
অভিযানে শহরের রাকুয়াইল এলাকার ফাস্ট টাইম কেক নামে প্রতিষ্ঠানকে লাইসেন্স ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইনের ৩২(ক) ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। স্টেশন রোডের তাজ হোটেলে ফ্রিজের একই ড্রয়ারে বাসি চিকেন গ্রিলের সাথে কাঁচা মাছ-মাংস সংরক্ষণের দায়ে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। কালীবাড়ি মার্কেটে ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডারে রসমালাইয়ে পোকা ও দইয়ের গায়ে উৎপাদন ও মেয়োদোত্তীর্ণের তারিখ না থাকায় ৩৮ ধারায় এক লাখ এবং বিসিক শিল্প নগরির ইসলাম ফুড কাখানায় খাবার তৈরিতে ঘন চিনি ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৩৮ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদালতের সাথে থাকা জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালতকে সহায়তা করেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যগণ।