• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্যামা পূজার মণ্ডপে স্থান পেল গাজায় নৃশংসতার শিকার শিশুদের ছবি হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ

নদী পেরিয়ে ভোটার যায় কম নতুন ভোটকেন্দ্র করার দাবি জেলা প্রশাসকের পরিদর্শন

ভোটকেন্দ্র এলাকা পরিদর্শন করছেন জেলা প্রশাসক ফৌজিয়া খান -পূর্বকণ্ঠ

নদী পেরিয়ে ভোটার যায় কম
নতুন ভোটকেন্দ্র করার দাবি
জেলা প্রশাসকের পরিদর্শন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের একটি এলাকার ভোটারদের ঝক্কিঝামেলা মোকাবেলা নদী পেরিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। যে কারণে অনেক ভোটার ভোট দিতে যেতে চান না। ফলে ওই ভোটকেন্দ্রটি ভাগ করে দু’টি কেন্দ্র করার জন্য নির্বাচন কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী। সপ্তাহ দুয়েক আগে জেলা নির্বাচন কর্মকর্তা মোর্শদ আলম এলাকাটি পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই করেছেন। আর ১৭ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোর্শদ আলম আবারও এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছেন। তবে আবেদনকারীদের সাথে কোন কথা বলেননি বলে জানা গেছে। পরিদর্শনের সময় করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, থানার ওসি মাহবুব মোরশেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীলও তাঁদের সাথে ছিলেন।
করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাটি গাঙ্গাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোটকেন্দ্র রয়েছে। সেখানে চার হাজারের ওপরে ভোটার রয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোর্শদ আলম। কিন্তু দড়ি গাঙ্গাটিয়া গ্রামের ভোটারদের একটি নদী পার হয়ে সেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। এলাকাবাসীর দাবি, নির্বাচনের সময় এলাকায় পর্যাপ্ত নৌকা পাওয়া যায় না। সুস্থসবল মানুষ ছাড়াও বৃদ্ধ, মহিলা, গর্ভবতী মহিলাদের এই ঝক্কিঝামেলা মোকাবেলা করে ভোটকেন্দ্রে যাওয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। অনেক মহিলাকে শিশু কোলে নিয়েও ভোট কেন্দ্রে যেতে হয়। যে কারণে ভোটের দিন বহু ভোটার এসব ঝামেলা মোকাবেলা করে ভোট দিতে যেতে চান না বলে এলাকাবাসী জানিয়েছেন।
ফলে দড়ি গাঙ্গাটিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল এলাকার প্রাক্তন ইউপি মেম্বার ওমর ফারুকসহ প্রায় দুইশ’ গ্রামবাসীর স্বাক্ষর নিয়ে মাস দেড়েক আগে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে দড়ি গাঙ্গাটিয়া গ্রামের দারুসসালাম হাফিজায়া মাদ্রাসায় পৃথক ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। আব্দুল আউয়াল জানান, তাদের দড়ি গাঙ্গাটিয়া এবং ভাটি গাঙ্গাটিয়া দু’টি আলাদা মৌজা। ফলে ভোটদানে ভোগান্তিসহ যৌক্তিক কারণেই তিনি আবেদনটি করেছেন। প্রাক্তন মেম্বার ওমর ফারুকও জানান, নদী পারাপারের ঝামেলার কারণে ভোটের দিন অনেকেই ভোট দিতে পারেন না। সেই কারণেই তারা নিজেদের গ্রামের দারুসসালাম হাফিজায়া মাদ্রাসায় পৃথক ভোটকেন্দ্রের দাবিতে আবেদনটি করেছেন। এই দাবির প্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দফায় দফায় এলাকাটি পরিদর্শন করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোর্শেদ আলম জানিয়েছেন, ‘আমি নিজে আগেও এলাকাটি পরিদর্শন করেছি। আমরা এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে বুঝতে চাচ্ছি, এলাকাবাসীর দাবিটি যৌক্তিক কি না। যৌক্তিক মনে হলে নির্বাচন কমিশনে এর সপক্ষে প্রতিবেদন পাঠাবো। আর যৌক্তিক মনে না হলে আগের মত একটি কেন্দ্রই থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *