# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা বিএনপির টানা তিনবারের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বুধবার শহরের রথখলা এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কিশোরগঞ্জ-১ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। পরদিনই আজ বৃহস্পতিবার তাঁর পক্ষে বিশাল শোডাউন করেছে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
বিকালে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রথখলা মাঠে গিয়ে জড়ো হন। এরপর মাজহারুল ইসলামের ছবি সংবলিত ব্যানার ও অসংখ্য প্ল্যাকার্ড নিয়ে শহরে বিশাল মিছিল বের করা হয়। মিছিলের পূর্বে এক প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম বলেন, দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ক্রমাগত অনুরোধে তিনি প্রার্থী হয়েছেন। দল ও জনগণ তাঁকে যোগ্য মনে করলে আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্রমুখ। বক্তাগণ বলেন, মাজহারুল ইসলাম একজন শান্তিপ্রিয় জনপ্রিয় মানুষ। দক্ষতার সাথে দলকে ঐক্যবদ্ধ রেখে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সেই কারণেই দল তাকে টানা তিনবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোনীত করেছে। তিনি আগামী নির্বাচনে এই আসনের জন্য একজন যোগ্য প্রার্থী। এছাড়াও মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম, জেলা জাসাস সভাপতি ইফতেখার বাবুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুল হাসান ও মারুফ মিয়া, বড়বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর হাফিন উদ্দিন রনকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।