• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্যামা পূজার মণ্ডপে স্থান পেল গাজায় নৃশংসতার শিকার শিশুদের ছবি হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ

শীর্ষ পর্যায়ে আলোচনা করে কিশোরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মজহারুল প্রার্থী হলেন

শীর্ষ পর্যায়ে আলোচনা করে
কিশোরগঞ্জ বিএনপির সাধারণ
সম্পাদক মজহারুল প্রার্থী হলেন

# মোস্তফা কামাল :-
কয়েকজন নেতার নির্বাচনী ডামাঢোলের মধ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির টানা তিনবারের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামও এবার নামলেন নির্বাচনের মাঠে। তিনি আজ বুধবার দুপুরে দলের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন। জনাকীর্ণ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আজ আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি-আমি মো. মাজহারুল ইসলাম, ১৬২ কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করছি।’
লিখিত বক্তবে তিনি বলেন, সততা, ত্যাগ ও নিষ্ঠাকে মূল ভিত্তি হিসেবে ধরে জীবনের দীর্ঘ সময় তিনি দল ও জনগণের জন্য কাজ করেছেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে দীর্ঘ ১৭ বছর জেল, জুলম নির্যাতনের মধ্যেও তিনি জনগণের পাশে ছিলেন। গত জুলাই আন্দোলনেও নেতা-কর্মীদের সাথে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর লক্ষ্য ছিল মানুষের মুক্তি ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, ক্ষমতা নয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দলের শক্তি তৃণমূলে। তিনি সর্বদা চেষ্টা করেছেন বিভাজনের রাজনীতি দূর করে তৃণমূল থেকে জেলা পর্যন্ত নেতা-কর্মীদের একত্রিত করতে। জনগণের পাশে দাঁড়ানোর মত একটি প্রাণবন্ত ঐক্যবদ্ধ জেলা বিএনপি গঠন করাই তাঁর লক্ষ্য। তিনি আজকের সঙ্কটময় সময়ে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই ৩১ দফাকে তিনি ‘জাতির মুক্তির রূপরেখা’ বলে আখ্যায়িত করেন। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, নির্বাচিত হলে কিশোরগঞ্জের মাটি ও মানুষের জীবনমান উন্নয়নে, দুর্নীতি রোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তিনি লিখিত বক্তব্যে নির্বাচনী এলাকার জনগণের প্রতি শ্রদ্ধা জানান। তিনি তাঁর প্রার্থিতা ঘোষণাকে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে জীবনের লড়াইয়ের ধারাবাহিকতা ও জনগণের ভালবাসার প্রতিফলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে একটি অঙ্গীকার বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে সত্য ও ন্যায়ের রাজনীতির। আর সেই রাজনীতির নেতৃত্বে থাকব আমি আপনাদেরই মাজহারুল ইসলাম।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদ সম্মেলন করে প্রার্থিতা ঘোষণার আগে দলের হাইকমান্ডের সাথেও কথাবার্তা হয়েছে। আর এখানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ না থাকলে কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবেন, এ প্রশ্নের সরাসরি কোন উত্তর না দিয়ে তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। মানুষ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে। তিনি বলেন, আরও কেউ কেউ দলের প্রার্থী হতে চাইলেও সবার সাথেই তাঁর সুসম্পর্ক রয়েছে। তিনি কখনও কোন গ্রুপিংয়ের রাজনীতি করেননি, প্রশ্রয়ও দেননি। আশা করেন, তাঁকে দল মনোনয়ন দিলে সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর জন্য কাজ করবেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি আমিরুজ্জামান, জাহাঙ্গীর আলম মোল্লা ও ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাসুদুল হাসান ও মোস্তফা মারুফ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, জেলা জাসাস সভাপতি ইফতেখার বাবুল, সাবেক পৌর কাউন্সিলর হানিফ উদ্দিন আহমেদ রনকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অবশ্য আনুষ্ঠানিক প্রার্থিতা জানান দেওয়ার আগে থেকেই মাজহারুল ইসলামের সমর্থনে যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ অন্যান্য নেতা-কর্মীরা নির্বাচনী এলাকায় প্রচারপত্র বিতরণ শুরু করে দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার বিকালে শহরের রথখলা মাঠ থেকে মাজহারুল ইসলামের সমর্থনে একটি মিছিল বের হবে বলেও সংবাদ সম্মেলন শেষে ঘোষণা দেওয়া হয়।
অবশ্য এতদিন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাসুদ হিলালী, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু ও রুহুল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউল্লা রাব্বানী, সদর উপাজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিকুর রহমানসহ আরও কয়েকজনের নাম শোনা গেলেও এবার শক্তিশালী প্রর্থী হিসেবে মাঠে নামলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *