# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় কুলিয়ারচর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আউয়াল তালুকদার, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, যুবদল নেতা নূরুল ইশরাক, রুবেল আহমেদ, ওমর ফারুক সানি, জালাল উদ্দিন সোহাগসহ পৌর ও উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনানুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হবে।
সভা শেষে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।