• বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
শ্যামা পূজার মণ্ডপে স্থান পেল গাজায় নৃশংসতার শিকার শিশুদের ছবি হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ভৈরবে জরুরি দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু ভৈরবে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুলিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ৩২ বছরের পুরনো পুকুর দখলের অভিযোগ, ইউএনও’র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ ভৈরবে ৭ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ নারী মাদককারবারি আটক করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের প্রতীক বরাদ্দ

বাজিতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বাজিতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) নূর আসাদ দুর্যোগ মোকাবিলা বিষয়ে আলোচনা করেন।
এরপর ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রম ও আগুন নির্বাপণের কৌশল প্রদর্শন করেন। তারা ভিজা কম্বল, চটের বস্তা ও বালতি ব্যবহার করে এলপি গ্যাস সিলিন্ডারের অগ্নিনির্বাপণ পদ্ধতি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি।
স্বাগত বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ওমর ফারুক বলেন, প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠান যদি দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণ করে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা দুর্যোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *