# নিজস্ব প্রতিবেদক :-
জেন্ডার সমতা এবং জলবায়ু মোকাবেলা ও অভিযোজন বিষয়ে কিশোরগঞ্জের দুইদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পপির জিকা (জেন্ডার সমতা ও জলবায়ু জোট) প্রকল্পের উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ১৩ ও ১৪ অক্টোবর কর্মশলা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বত্রিশ এলাকায় পপির প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন পপির পরিচালক (সামাজিক উন্নয়ন) মো. মুজিবুর রহমান। কর্মশালা পরিচালনা করেন রিসোর্স পার্সন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গওহার নঈম ওয়ারা ও দীপু মাহমুদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পপির জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম।
কর্মশালায় কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের জিকা কমিটির ২৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের বৈশ্ব্যিক প্রভাব ও মোকাবেলার উদ্যোগের পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রভাব ও মোকাবেলার উদ্যোগ এবং কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় ফোকাস করা হয় নারীদের ওপর কিভাবে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন বিরূপ প্রভাব সৃষ্টি করে। জলবায়ুর পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কেবল আর্থিক ক্ষতি নিয়ে আসে না, নানাভাবে মানবিক বিপর্যয়ও ডেকে আনে। মানুষের মৃত্যু, শিক্ষার ক্ষতি, সম্পদ হারানোর মধ্যে দিয়ে অভাবগ্রস্ত মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সেই সাথে জলবায়ুগত বিপর্যয় মোকাবেলায় আগাম ব্যবস্থা গ্রহণ ও অনিবার্য এই বিপর্যয়কে মেনে নিয়ে টিকে থাকার জন্য খাপ খাওয়ানোর কৌশল রপ্ত করার ওপরও আলোকপাত করা হয়। কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে সনদ প্রদান করা হয়।