# মিলাদ হোসেন অপু :-
বাহ্ ইউনুস চমৎকার ফ্যাসিবাদের পাহারাদার স্লোগানে স্লোগানে বিক্ষোভ সমাবেশ করেছে ভৈরব গণঅধিকার পরিষদের নেতারা। ৩০ আগস্ট শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। এসময় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রায় ৫ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সড়কে ও মহাসড়কে চলা যাত্রী চালক ও পথচারীরা।
বিক্ষোভে বিভিন্ন স্লোগানের মধ্যে আরো রয়েছে নো মোর মিলিটারি ব্যারাকে ফিরাও তাড়াতাড়ি, নুরের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই, হাসিনা গেল যে পথে কাদির যাবে সে পথে, জাতীয় পার্টির গদিতে আগুল জ্বালাও একসাথে।
সমাবেশে গণঅধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন সরকার জুনাঈদ, সাধারণ সম্পাদক আবির আহমেদ, যুব অধিকার পরিষদ সভাপতি অন্তর মিয়া, সাধারণ সম্পাদক আকাশ আহমেদ, গণঅধিকার পরিষদ নেতা তৌফিকুর রহমান প্রমুখ।
ভিপি নুরের উপর বর্বোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ ভৈরব উপজেলা শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, ভিপি নুর ছাত্র যুব সমাজসহ সর্বস্তরের মানুষের প্রাণের স্পন্দন। ভিপি নুরের যদি কিছু হয় ভৈরবের সড়কপথ, রেলপথ ও নৌ পথ অবরোধ করে বন্ধ করে দেওয়া হবে। এ দেশ নেতারা পরিচালনা করবেন। এ দেশে অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। সেনাবাহিনীকে তাদের ব্যারাকে ফিরে যেতে হবে। এ দেশ চালাবে রাজনীতিবিদ ও রাজনৈতিক নেতারা। কোনো প্রশাসন ও সেনাবাহিনীকে এ দেশ চালাতে দেয়া হবে না।
এ সময় তিনি মহাসড়কে ভোগান্তিতে থাকা চালক ও যাত্রীসহ পথচারীদের কাছে ক্ষমা চেয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করেন।