• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে মানহীন বিস্কুট খেয়ে দুই শিশু হাসপাতালে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার জরিমানা এটি কালভার্ট নাকি সেতু মরা নদী আবার মরবে! ভৈরবে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা ভৈরবে স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, গুরুতর আহত ২ নিকলীতে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ধর্ষণ মামলার তদন্ত চলছে সৈয়দ নজরুল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ওএসডি সাবেক সিএস পরিচালক

ভৈরবে নির্মাণাধীন ভবনে চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলনে মালিকের অভিযোগ

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরবে নির্মাণাধীন একটি ভবনকে ঘিরে চাঁদা দাবী, হামলা, প্রাণনাশের হুমকি ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ভবন মালিক হাজী মো. গিয়াস উদ্দিন। আজ ৩০ আগস্ট শনিবার সকাল ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনাতনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই ভবন মালিক।
সংবাদ সম্মেলনে ভবন মালিক হাজী মো. গিয়াস উদ্দিন বলেন, পৌর শহরের বঙ্গবন্ধু সরণি রোডের আনোয়ারা জেনারেল হাসপাতালের বিপরীতে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তার নির্মাণাধীন ভবনের কাজ চলমান রয়েছে। এ সময় প্রভাবশালী রায়হান নামের এক ব্যক্তি একদল দাঙ্গাবাজ নিয়ে তার কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা না দেওয়ায় তারা হামলা চালিয়ে নির্মাণ সামগ্রী ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এমনকি প্রাণে হত্যা করার হুমকিও প্রদান করে। এ ঘটনায় আমি ২৫ আগস্ট সোমবার ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছি। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর—২৭।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দুই বছর আগে জমি ক্রয়ের পর এক বছর ধরে ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু করেন তিনি। বর্তমানে নবম তলার কাজ চলমান রয়েছে। এ অবস্থায় ২১ আগস্ট বৃহস্পতিবার চাঁদাবাজরা ভবনে হামলা চালিয়ে টিনের বাউন্ডারি, সিমেন্ট, বালু ও বিভিন্ন সামগ্রী নষ্ট করে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। এছাড়া শ্রমিকদের মারধর করে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা।
সংবাদ সম্মেলনে হাজী গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, আমি আইন মেনে জমি কিনে ভবন নির্মাণ করছি। অথচ প্রভাবশালী একটি মহল আমার কাছে কোটি টাকার চাঁদা দাবী করছে। চাঁদা না দিলে ভবন নির্মাণ করতে দেবে না, এমনকি আমাকে প্রাণে হত্যা করবে বলেও হুমকি দিয়েছে। আমি মামলা করেছি, কিন্তু এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে বিল্ডিংয়ের সাইট ঠিকাদার রিয়াজ গাজী বলেন, আমি শুধু রায়হানকেই চিনি। আর সে তার লোকজন নিয়ে আমার শ্রমিকদেরকে মারধর করেন। আর কাজ বন্ধ রাখার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *