# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। আজ রোববার সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদ সংলগ্ন এলাকার বাড়ি থেকে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নিহত যুবক মৃত আলাল মিয়ার ছেলে আকাশ (২১)। আইনি প্রকৃয়া অনুসরণ করে লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আকাশের মামা নূরুল হক ও এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, আকাশ এলাকার মেয়ে মরিয়মকে বিয়ে করেছিলেন। তাদের জামিয়া নামে আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। আকাশ মাঝে মাঝে সিএনজি চালাতেন। বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে বেকার ছিলেন। সংসার ঠিকমতো চলতো না। সকলের অজান্তে আকাশ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।